তীর্থরেণু/দুর্গম-চারী

উইকিসংকলন থেকে

দুর্গম-চারী

ফিরে যাও, বল গিয়ে নাবিকের দলে
যে রাজ্যে করেছি পদার্পণ, সে আমার
হ'বে পদানত। যদি কভু দেখা হয়,
আমারে দেখিবে রাজবেশে, নহে দেখা
হ'বেনা জনমে। এখনো বিলম্ব কেন?
ইচ্ছা নাই যেতে? যাও,—যাও, কথা শোনো;
অদ্যাবধি বন্ধু ঘোড়া, ভৃত্য তলোয়ার!

বিদেশী দাসের দলে সেনা করি ল’ব,
আমার আদেশ তারা পালিবে যতনে,—
বর্ব্বরের দল। চঞ্চল সমুদ্র সাথে
সম্পর্ক করিয়া দিমু শেষ। ফিরে যাও।

নয়ন! এখন হ’তে কর অন্বেষণ
কোথা আছে কাপুরুষ, দুর্গ বিরচিয়া।

* * *

ঘোড়ার চারিটা ক্ষুর বাজিছে আজিকে
মানবের কঙ্কালে কপালে,—পদে, পদে!
অদৃষ্ট কি বিভীষিকা দেখায় আমারে?—
আমারি পরীক্ষা হেতু?—রাজ্যের তোরণে?
দর্পে চল কাল ঘোড়া বর্ব্বরে দলিয়া,
আমি যা' ওরা তা' নয়,—তাই ভূলুণ্ঠিত।

হার্ট লেবেন।