তীর্থরেণু/বিদায় ক্ষণে
অবয়ব
বিদায় ক্ষণে।
উটের সহিস সাড়া দিয়ে গেল
পড়ে গেল হাঁকাহাঁকি,
এমন সময়ে দেখিনু অদূরে
দাঁড়ায়ে আমার সাকী!
মন্দ লোকের নিন্দার ভয়ে
একটি কথা না বলি’
নিমেষের তরে এসে চলে গেল।
আঁখি এল ছলছলি’।
গোপন কথার শ্রোতা বহু জুটে,
খুঁজিতে হয় না লেশ,
এবারের মত বিদায় বারতা
চোখে চোখে হ’ল শেষ।
বেহায়েদ্দিন জোহির।