বিষয়বস্তুতে চলুন

তীর্থরেণু/ভাবের ব্যাপারী

উইকিসংকলন থেকে
ভাবের ব্যাপারী

উৎসব-শেষে অতিথির দল গিয়েছে চ’লে,
পানের পেয়ালা ফেলে গেছে হায় হর্ম্ম্যতলে;
আর কেহ নাই জাগায়ে রাখিতে সে কল্লোল,
ওঠ্‌ জামি! তবে পাত্রটা তোর ভরিয়া তোল্‌!
হোক সুরাশেষ কিবা অমৃতের ফেনা,
জুড়ে দেরে ফের রসের সে লেনাদেনা!

কতই গাহিলি কতই নীরবে কাঁদিলি, হা রে,
মুক্তার মালা গাঁথিলি সোনার বীণার তারে।
বরষে বরষে কতই নূতন তুলিলি তান,
জীবন ফুরায় তবু হায় শেষ হ’ল না গান!
তবে শুরু কর রসের সে লেনাদেনা,
হোক সুরা কিবা সুধা-সাগরের ফেনা!

জামি।