তীর্থরেণু/মহানগর
অবয়ব
মহানগর
মহানগর-মহাসাগর, তরঙ্গ তায় কত,
লোকের মেলা, লোকের ঠেলা ঢেউয়ের খেলার মত;
উঠছে ভেসে যাচ্ছে ডুবে, কে কার পানে চায়?
ডুগ্ডুগি তার বাজিয়ে বাউল আপন মনে গায়।
যাচ্ছে ভেসে চোখের উপর ডুবছে একে একে,
বিস্মরণের ঘূর্ণি জলে সাধ্য কি যে টেঁকে?
যে মুখখানি এই দেখিলাম,আর সে নাহি, হায়!
ডুগ্ডুগি তার বাজিয়ে বাউল আপন মনে গায়।
শ্মশান-মুখো যাচ্ছে কারা?—কান্না গেল শোনা!
বন্ধ তবু হয় না হেথা লোকের আনাগোনা!
ডুব্ছ তুমি, ডুব্ছি আমি, কে কার পানে চায়?
ডুগ্ডুগি তার বাজিয়ে বাউল আপন মনে গায়।
লিলিইয়েঙ্ক্রন্।