ধূলিরাশি/ঊষা
অবয়ব
< ধূলিরাশি
(পৃ. ৩-৪)
ঊষা।
প্রভাত হইল,
অমনি ফুটিল,
শত শত ফুল,
কানন-মাকে।
প্রকৃতি সুন্দরী,
শ্বেতবাস পরি’,
প্রকাশিল ধরি,
অবনী-মাঝে।
ধরা আলোকিত,
পাখী পুলকিত,
গায় সুললিত,
অপূর্ব্ব গান।
পরম পিতার,
মহিমা অপার,
করিছে প্রচার,
ধরিয়ে তান॥