বিষয়বস্তুতে চলুন

ধূলিরাশি/মা আমার (শুভ জন্মদিন-উপলক্ষে)

উইকিসংকলন থেকে

মা আমার।

(শুভ জন্মদিন উপলক্ষে।)

মা আমার, দেখ চেয়ে,
স্নেহের কমল ল’য়ে,
সাজাতে এসেছি আজি রাঙ্গা পা দু’খানি

সানন্দে দিতেছি ঢেলে,
কমলে কমল মিলে,
ধরিবে অপূর্ব্ব শোভা সর্ব্বফুল জিনি।

চেয়ে দেখ মা আমার,
তোমার চারিটি ধার,
মেঘহীন শশী-সম শিশুর আনন।


ধরিয়ে মধুর তান,
পিতার মহিমা গান,
গাহে এই সুখ-প্রাতে পুলকিত মন॥

যেমতি বিহগগণে,
ঊষাদেবী আগমনে,
প্রভাতী সঙ্গীতে পূজে পরম পিতায়।

তেমতি মা শিশুগণে,
আজি তব জন্মদিনে,
শিশু-কণ্ঠে ভর দয়া জগতে জানায়॥

স্নেহময়ি মা আমার!
কি দিব তোমারে আর,
জান ত মা চিরদিন আমি যে তোমারি।

আছি মা তোমারি এবে,
তোমারি রহিব ভবে,
না পোহায় যতদিন জীবন-শর্ব্বরী॥


সংসার-ঝটিকা আসি,
ও কোমল প্রাণে পশি,
দিয়াছে কত না ব্যথা, স’য়েছ সকলি।

করুণ ও আঁখি কোলে,
বিষাদের রেখা ফেলে,
যদিও এখন সব গিয়াছে মা চলি॥

ডাকি যীশু দয়াময়ে,
দিবেন তিনি মা ধু’য়ে,
অশেষ যাতনা তব স্নেহের সাগরে।

তার প্রোমে যতদিন,
জ্বলিবে এ দীপক্ষীণ,
স্নেহের কমলে নিত্য পূজিব তোমারে॥