ধূলিরাশি/যোড়া মাণিক

উইকিসংকলন থেকে

“যোড়া মাণিক।”

তোর যে আমার স্নেহের মুকুল,
 স্নেহের কাননে ফুলের রাশি।
প্রাণের আকাশে উজল তারকা,
 উজল ঊষার প্রথম হাসি॥

তোরা যে আমার আদরের ধন,
 মম-চির আনন্দের আনন্দ তোরা
ছুটি-ভাই বোন মম পবিত্র কুসুম,
 তা’দের(ই) দুইটি মুকুল তোরা॥


সরলতাপূর্ণ সুচারু আনন,
 হেরিলে হই যে আপনাহার। .
মেহজাল ফেলে নীলিমা সাগরে,
 ধরেছি দুইটি উজল তারা॥

চির হাসিভরা সরল আনন,
 থাক্ চিরদিন পূরিত সুখে।
তারকা-লাঞ্ছিত উজল নয়নে,
 ছায়াহীন জ্যোতি যেন রে থাকে॥

এমনি পুলকে হাসিয়া নাচিয়া,
 দুটি—জীবন তটিনী বহিয়ে যাক্‌॥
এমনি অবাধে ও দুটি আননে,
 ঊষার হাসিটি ফুটিয়া থাক্॥

তাই বলি তোরা স্নেহের মুকুল,
 স্নেহের কাননে ফুলের রাশি।
তাই বলি মম যতনের ধন,
 তোরাই ঊষার প্রথম হাসি॥