নৈবেদ্য/২
অবয়ব
< নৈবেদ্য
(পৃ. ১২)
আমার এ ঘরে আপনার করে
গৃহদীপখানি জ্বালো।
সব দুখশােক সার্থক হােক
লভিয়া তােমারি আলো।
কোণে কোণে যত লুকানো আঁধার
মরুক ধন্য হয়ে,
তোমারি পুণ্য আলােকে বসিয়া
প্রিয়জনে বাসি ভালো।
আমার এ ঘরে আপনার করে
গৃহদীপখানি জ্বালাে।
পরশমণির প্রদীপ তােমার
অচপল তার জ্যোতি,
সােনা করে নিক পলকে আমার
সব কলঙ্ক কালাে।
আমার এ ঘরে আপনার করে
গৃহদীপখানি জ্বালো।
আমি যত দীপ জ্বালি শুধু তার
জ্বালা আর শুধু কালি—
আমার ঘরের দুয়াবে শিয়রে
তােমারি কিরণ ঢালো।
আমার এ ঘরে আপনার করে
গৃহদীপখানি জ্বালো।