বিষয়বস্তুতে চলুন

পত্রাবলী (১৯১২-১৯৩২)/১২৮

উইকিসংকলন থেকে

পরবর্ত্তী দুইখানি পত্র শ্রীসন্তোষকুমার বসুকে লিখিত

১২৮
কেলসল লজ
শিলং
১৮।৭।২৭

প্রিয়বরেষু সন্তোষবাবু,

 অনুগ্রহ করিয়া সঙ্গেকার পত্র ও ঐ সম্বন্ধীয় কাগজপত্রাদি পড়িয়া দেখিবেন। শ্রীঅনিলচন্দ্র বিশ্বাস দক্ষিণ কলিকাতা সেবক সমিতির সহকারী সম্পাদক এবং আমাদের একজন ভাল কর্ম্মী। আপনার স্মরণ থাকিতে পারে, তাঁহার বিরুদ্ধে দিবাকর মুখার্জ্জী নামে একজন প্ররোচনাকারী গোয়েন্দাকে আটকাইয়া রাখা ও মারপিট করার অভিযোগ আনা হইয়াছিল; ফলে তিনি এক মহা ঝামেলার মধ্যে পড়িয়াছিলেন। যদিও অনিলবাবু শ্রীঘর বাস হইতে কোনও রকমে অব্যাহতি পাইয়াছেন কিন্তু এই ঘটনার ফলে তাহার চাকুরীটি (সাত বৎসরের পুরানো চাকুরী) চলিয়া গিয়াছে। তিনি একজন যথার্থই নির্য্যাতিত রাজনৈতিক কর্ম্মী।

 একাধিক কারণে আমি অনিলবাবুর বিষয়ে আগ্রহী। কারণ গত ৫।৬ বৎসর ধরিয়া সমাজ সেবার কাজে তিনি আমার দক্ষিণ হস্তস্বরূপ। বর্ত্তমানে সেবক সমিতি যে অবস্থায় পৌঁছিয়াছে তিনি না থাকিলে উহা সম্ভব হইত না। দ্বিতীয়তঃ, কয়েকটি পারিবারিক দুর্ঘটনা ও আঘাতের ফলে তিনি দারুণ আর্থিক কষ্টের মধ্যে পড়িয়াছেন। তৃতীয়তঃ, সাহসের সঙ্গে পুলিসের কাজের প্রতিবাদ করিতে গিয়া তিনি যে ঝুঁকি লইয়াছেন বা ক্ষতিস্বীকারের মনোভাবের পরিচয় দিয়াছেন, উহার ফলে তিনি চাকুরীটি হারাইয়াছেন। অতএব সর্ব্বপ্রকারে তাঁহাকে সাহায্য করা আমার কর্ত্তব্য বলিয়া মনে করি।

 এ বিষয়ে আমি নিজে কিছু মিঃ সেনগুপ্তকে বলিতে চাহি না; কেননা উহাতে কোনও কাজ হইবে কিনা সন্দেহ। আপনিই এখন শেষ ভরসা—এই মনে করিয়া আপনাকে পত্র দিতেছি।

 ক্ষিতীশের ব্যবহার যে খুবই হতাশাজনক একথা আমি স্বীকার করিতেছি। তবু আমার দৃঢ় ধারণা যে, যদি কোনও দিক হইতে বিশেষ করিয়া জোর দেওয়া হয় তাহা হইলে ক্ষিতীশের বিরােধিতা সত্ত্বেও আমরা অনিলবাবুর চাকুরীর একটা ব্যবস্থা করিতে পারি। আমার দৃঢ় বিশ্বাস, আপনি যদি একবার অনিলবাবুর বিষয়ে দৃষ্টি দেন তবে, যে চারিত্রিক দৃঢ়তা ও ব্যক্তিত্বের আপনি অধিকারী, উহা দ্বারা এ ব্যাপারে একটা ফয়সালা করিতে সমর্থ হইবেন।

 ইহার অধিক আর কিছু লিখিবার প্রয়ােজন নাই। এ ব্যাপারে আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করিবেন এ ভরসা আমার আছে।

 আমার শরীরের অবস্থার উন্নতি হইতেছে, তবে খুব ধীরে ধীরে। আশা করি আপনারা সকলে ভাল আছেন। গভীর শ্রদ্ধা জানিবেন।

ইতি—

আপনার একান্ত সুহৃদ

সুভাষচন্দ্র বসু

 পুনঃ—আশা করি কর্পোরেশন বৈদ্যশাস্ত্র পীঠকে যে জমি দিয়াছেন উহা ফিরাইয়া লওয়া সম্বন্ধে যদি কোনও প্রশ্ন পুনরায় উত্থাপনের চেষ্টা করা হয় তাহা হইলে আপনি সর্ব্বশক্তি দিয়া উহা ব্যর্থ করিতে সচেষ্ট হইবেন।

সুভাষ 

(ইংরাজী হইতে অনূদিত)