কনকাঞ্জলি ঃ কবিতা-বিদায়
কবিতা-বিদায়
-যাবে কি একান্ত তবে? যাবে তুমি, প্রিয়!
সকলি কি ফুরাল চকিতে। জীবনের সব সাধ, সব প্রেম দিয়া, তবু আমি নারিস্থ রাখিতে? চাহি নি জগৎ—পানে, তোমারে চাহিয়৷
আজীবন দেখেছি স্বপন; আজ—জগতের দ্বারে, কার কাছে গিয়৷ কি মাগিব? সবই যে নুতন।
তোমার নয়ন হ’তে ফিরালে নয়ন,
এ জীবন শূন্ত মনে হয়। কোথ৷ উষা, কোথা আলে॥ কেবল দহন;
কোথা শোভা-বিকাশ-বিস্ময়। কোথ। শশি-তারা-ভর নিথর আকাশ,
চিরস্থির পুর্ণিমার রাত। জীবনে মরণে সেই গভীর বিশ্বাস, অলক্ষ্যে অপসর-যাতায়াত।
নিস্ফল সাধনা, আজ—অদৃষ্টে আশ্রয়; গেছে স্বর্গ সরি’ বহু দূরে; নাহি দেহে বসস্তের আকাজক্ষা দুৰ্জয়— রূপে রসে, গন্ধ-স্পশ-সুরে। সে মত্ত হৃদয় নাই—সৌন্দর্য্যে উচ্ছল,
সৰ্ব্ব বিশ্বে অtছাড়িয়া পড়ি। সজীব নিজীব নাই—কল্পনা-বিহবল,
সৰ্ব্বভূতে আপন বিতরি।
সে পুত মাহেন্দ্র-ক্ষণে যে দাড়াত আসি’—
হোক চিত্তে মূৰ্ত্তিতে সঙ্গীতে,
●●
পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৩৭
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
