বিষয়বস্তুতে চলুন

পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

६ण है 4€jई কিরীট, পতাক, শূল, চাহে দেখাইতে ভূপ। সবে মত্ত আপনায় জানাতে জগতী-তলে। হতাশ(ই) কেবল চায় লুকাতে নয়ন-জলে। পথে যেন কি চমকে ত্রাসে চেয়ে গেল রে। যেন, মধুর সেফালি-বাসে ছেয়ে গেল রে। বেন, একটি গ্রামের কথা, ধীরে—ধীরে, অতি ধীরে, সমীর, গ্রামের ধারে গেয়ে গেল রে। যেন, গভীর বরষা-রাতে, মেঘেদের ফাক দিয়ে জগতের পানে চাদ চেয়ে গেল রে। ঘুম-ঘোরে, প্রায়-ভোরে, বঁাশীর গানটি যেন, ধরি ধরি না ধরিতে বেয়ে গেল রে। একটি অবশ সুখ, একটি অলস দুখ, একটি স্বপন, প্রাণ পেয়ে গেল রে। প্রত্যহ চাহিয়া উষার পানে বলি গে। হাসিয়া, স্বপন সফল হবে আজ। আশায় ৰাধিয়া বুক থাকি গে৷ বসিয়া, সারা দিন—স্তব্ধ গৃহমাঝ। ফুরায় না তারি গৃহ-কাজ $¢