বিষয়বস্তুতে চলুন

পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

फूण: Gथा ভূজ গুণু গুণু স্বরে ফুলে ফুলে খেলা করে; প্রজাপতি হলে স্থলে ভ্রমে মনোসুখে; চকাচকি চোখোচোখী; ঘুঘু ছটি মুখোমুখী; ময়ুর বেড়ায় নেচে ময়ুরী-সম্মুখে। ওঠে কাংস্ত-ঘণ্টা রোল, ববম ববম বোল, প্রাচীন অশ্বখ-তলে ভগন মন্দিরে; ভাঙা সোপানের মূল, শুষ্ক বিল্বপত্র, ফুল; বহে নদী কুল কুল মৃতুল অধীরে। আবক্ষ নদীর পরে দাড়ায়ে, অঞ্জলি ক’রে, তপণ করিছে দ্বিজ, মগ্ন সাম-গানে। চলে গ্রাম্যবধূগুলি কুম্ভ কক্ষে হেলি-তুলি, বেড়া ঘেঁষে, মুহ হেসে, চেয়ে ভূমি পানে রাখাল গো-পাল পাছে শিশ, দিয়ে চলিয়াছে; হল-স্কন্ধ চলে চাষী উচ্চ কণ্ঠে গেয়ে; ব্যাধ গিরি-পথে ওঠে, বঁাশীতে ললিত ফোটে, উৰ্দ্ধকর্ণে মৃগ-যুখ আসে নেচে ধেয়ে। নিঝরিণী এ কে-বেঁকে, শত ইন্দ্রধন্থ একে ব্যাপায়ে পড়িছে দূরে গিরি-শির হতে; સ્વ: