এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
@b" অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী উলটি পালটি পাতা, ক্রমে শেষ হ’লো খাতা; মুদে এলে আঁখি-পাত, বুক গেল ভেঙে-চুরে। কোথা তুমি, মহামূর্ত্তি, নাম যার ধরা জুড়ে? মিছে এ কল্পনা মোর, লাগিল না কোন কাজে। মিছে এ জোয়ার, ভাট; মিছে ফোট, খোলা কাটা, মিছে বাধা বাধা-বীণা, মিছে রঙ ছবি-ভঁাজে। মিছে এ জোনাকী-রেখা, শারদ জ্যোস্নায় লেখা; মিছে লঘু মেঘ-ছায়া, মধ্যাহ্ন তপন-ঝাজে। মিছে এ তরুর কম্পে, ঝটিকার ভীম ঝম্পে; মিছে এ উর্ম্মির ঘূর্ণি, তরঙ্গের রঙ্গ মাঝে। ১লা আবাঢ়, ৯৪ সাল। সমাপ্ত