বিষয়বস্তুতে চলুন

পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बिक्थि * कविडी ७ भांन টোক্ট,-কাওয়ালি। না বুঝিয়ে মন দিয়ে, ভাবিয়ে কাদিয়ে সার। নিজ দুখে, নিজ চুকে, জগতে আপন-হার। সব ভুল ঘোচে কালে, এ ভুল কি কাল-ছাড়া। বিরহাম্ভে। मूलजांब,-चोफां। এই কি বিরহ সেই, লোকে যার কথা কয়। ঝটিকার পরে যেন ভাঙা ভাঙ। সমুদয়। সুখ, দুখ, অশি যত, সবে পরিশ্রান্ত মত। তবু ভাবিতেছি কত, কত কথা মনে হয়। ভৈরো,—বৎ। ( বুঝি ) কমিয়া আসিছে ছখ। ঝটিকার পরে যেন আছে রে আলোর মুখ। প্রকৃতি নিঝুম মত, ছাড়া ছাড়া মেঘ যত; চাহিলে হৃদয়-পানে কেঁপে স্থখু ওঠে বুক। বিরহে শিক্ষা-লাভ। সাক্ষাং,-কাওয়ালি। ন মা, দেখে মা তাহায়ে। রমণী কুহকিনী কখন বধে কাহায়ে। দেখিতে দেখিতে প্রেম হবে, প্রেম-কথা কবে, অবশেষে কত সবে হাহা রে।