এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বিবিধ: কবিতা ও গান
牌 জানি না ডুবে কি ভেসে,
রহিয়াছি কোন দেশে। প্রাণ যেন সিন্ধু-শেষে কঁাপিতেছে জোছনায়।
যেন কতদিন পরে
বসন্ত এসেছে ঘরে। পরাণ উড়িছে কোথা—ফুল-রেণু মত বায়।
ওঁ শাস্তি।
পিলু,—পোস্তা।
যখন যা আসে, বলি, ভেবে। না সকল। তুমি যে আমার এক, আমি যে পাগল।
তোমারেই ল’য়ে খেলা, তাই মাঝে হেলা-ফেলা; নিয়মে কাটে না বেলা, খেয়ালে কেবল।
( ‘নব্যভারত, শ্রাবণ ১২৯৫ )
হেমন্তে
তুৰ্ব্বহ হৃদয় ল’য়ে নীরবে, গম্ভীরে, পায় পায় চলেছি এ জীবনের পথে। বাধিবারে চাহি হৃদি কত শত মতে, কতু সংসারীর সুখে, কভু বা সমীরে। কতু নিরাশার ছলে, কভু আশা সহ, কতু ভবিষ্যৎ গর্ভে, কভু স্মৃতি-দূরে, কতু রূপে, কভু গানে—মুহূৰ্ত্তেক ঘুরে যে মল সে মন পুন বিকল হর্ববহ।
কুসুমে জন্মে ন জাস্তি কেন এ যৌবনে, রাশী-স্বরে কেন নাহি হাহা করে মন -
ማU ̇