পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ઈરે জুক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী নয়নের পাশে সরমের হাস, অধরের পাশে বিজড়িত ভাষ, হৃদয়ের পাশে আকুল কল্পন,এস প্রেম-পাশে, রূপসী ললন। ল’য়ে বর-মালা, এস বাহু ফুটী— সরে যাও লাজে, হেসে আস ছুটি। বাধিয়াছি বীণ, এস লে রাগিণী, আলাপে মুখর, গমকে মোহিনী। প্রেম-শতদলে, এস শোভারাশি, বুকে রাখি মুখ, বল,—‘ভালবাসি। মধু-যামিনী আজি মধু-যামিনী। জোছনা আকুল, ঝরিছে বকুল, তটিনী দোতুল-গামিনী; দূরে ডাকে পিক, ফুলে ঢাকে দিক, আঁখি অনিমিক কামিনী। বহে বায়ু হলে’ কুসুমে মুকুলে; কোথা বঁাশী ভুলে কাদিছে। স্বপনের ঘোরে কুমুমের ডোরে কে যেন গে। মোরে বাধিছে। দেহে নাই বল, কাপে ধরাতল, টল টল টল পরাণে।