পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃত্রিম চক্ষু | ৯১ তদুপরি শীতল জলের পট প্রদান করত:, পরে একটা হাল্কা ব্যাণ্ডেজ দ্বীর চক্ষুক বন্ধন করিতে হয়। ইহাতে সুচার দ্বার। কনজংটাইভার তাঘাভি ত স্থানের প্রান্ত ভাগ একত্র সংবদ্ধ করিবণর কোন প্রয়োজন নাই। যাহা হউক, সীসার তঃ অক্ষিগোলক বহির্গত করিয়া, আক্ষিকোটরে লিন্টবা স্পঞ্চ নিমজ্জিত করিবারও কোন অবশ্যকতা দেখা যায় না। তবে বিশেষ২ স্থলে, যেখানে রক্তস্রাব রোপ করিতে হস, কেবল তথায়ই প্রয়োজন হইয়া থtকে। o তদনন্তর এই রোগের অনন্তরিক চিকিৎসা অতীব সহজ। উক্ত স্থান বিলক্ষণ করিয়া পরিষ্কৃত রাথিবীর নিমি ত্ত, অক্ষিপুটদ্ধা সময়ে২ উর্মালিত করিয়া, কদুষ্ণ জল বা ক্ষীণবল কার্বলিক য়্যাসিড সলিউশন দ্বার। পিছকারী দিতে হন। তার যদি তাক্ষিকোটরীয় কৌষিক-ঝিল্লীতে প্রদাহু সমুপস্থিত হয়, তবে ইতিপূর্ব্বে উহর চিকিৎসা বিষয়ে যেরূপ লিখিত হইয়াছে, তদনুরূপ চিকিৎসা করা উচিত। এইরূপ অস্ত্র প্রক্রিয়ায় ইহ দেখা যাইবে যে, অক্ষিগোলক ক্যাপৃসিউল তাৰ টিমন হইতে বহির্গত হইয়াছে, * (১ ম প্রতিকৃতি, ১ পৃষ্ঠ ) অথচ অক্ষিকোটরীয় কোষিক-ঝিল্লীতে কোন প্রকার আঘাত প্রদত্ত হয় নাই। ইহাতে পেশী ও স্বায়ু প্রভৃতি তাক্ষিগোলকের সমুদায় সংযোগ স্কারোটিকের অভি নিকটেই বিভাজিত হইয়। থাকে। যদি রোগী কৃত্রিম চক্ষু পরিধান করিতে ইচ্ছা করে, তবে সঙ্কুচিত ক্যাপসিউল অৰ টিনন এবং তৎসংলগ্ন পেশী সকল সমবেত হইয়া, কৃত্রিম চক্ষু অব স্থিত হইবার অত্যুৎত্তম উপযোগী হইয় পড়ে। কৃত্রিম চক্ষু ( Artificial eyes ) —শূন্য গর্ভ লিতোপলে ( Enamel ) অৰ্দ্ধগোলক প্রস্তুত করিয়া, অপর চক্ষুর বহিঃস্থ প্রতিকৃতির ন্যায় রঞ্জিত করতঃ কৃত্রিম চক্ষু প্রস্তুত হইয় থাকে। স্কুরোটিক বিস্তৃতভাবে কর্ত্তন করিয়া, অক্ষিকোটরস্থ অধিকাংশ উপদান বহিষ্কৃত করাই, অক্ষিগোলক নিষ্কাশন করিবার প্রাচীন রীতি৭ কিন্তু উল্লিখিত আধুনিক প্রক্রিয়ায়, পেশী সম্বলিত ক্যাপসিউল অব টিনৰ অবশিষ্ট রাগশয়, তদবলম্বন করিয়া কৃত্রিম চক্ষু অনায়াসেই অপর চক্ষুর সদৃশ অবস্থিত হইয়া, বিঘূর্ণিত হইতে পারে। নিষ্ট র কি চেটু সাহেব এতদবস্থাপন্ন চক্ষুর কিয়দংশ কর্ত্তন করিয়া, কৃত্রিম চক্ষু অবলম্বিত হইবার অন্য এক উৎকৃষ্ট প্রণালী আবিষ্কণর করিয়াছেন। ইতিপরে অষ্টম আধ্যায়ে তাহা বর্ণিত হইবে।

  • “ Lehrbuclu der praktischen Augenheilkunde von k siedwig - vo: Carion, Wien. 1861, l', 553.