পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রদাহ। >の> চিকিৎসা —অক্ষিপুটের ইরিসিপিলেট প্রদাহের প্রথমাবস্থায়, মাইট্রেট অৱ সিলভার সলিউশন (১ ঔন্স জলে ১ ড্রাম) চর্মের উপরিভাগে বিলেপন করা যুক্তি সঙ্গত। প্রদাহ ক্রিয় অধিকতর দূরপর্যন্ত বিস্তৃত হইতে পরিবে না বলিয়, উক্ত বিলেপন প্রদাহ-সীমা তীত স্থানেও প্রলেপিত, ও তৎপরে তথায় শীতল জলের পটী সংলগ্ন করিতে হয়। আর যদি উছাতে পূয়োৎপত্তি হয়, তবে অক্ষিপুটের চর্ম ও কোষিক ঝিল্লীতে অস্ত্র করিয়া, তৎস্থানে পোলটিস প্রদান করা উচিত। আঘাতিত স্থানের চতুষ্পাশ্ববর্ত্তী চর্ম্মে, প্রথমতঃ টিংচর অব নিউরিয়েট অব আইরণ দ্বারা প্রলেপিত করা এবং পরে উহা সেবন করাও উচিত। যাহাঁহউক পূর্ব্বে দtহৃত ভক্ষিকোটরের কৌষিক-ঝিল্লীর ইরিসিপিলাস রোগের ন্যায় ইহাতেও টিংচর অব সেযুকি ক্লোরাইড অব তাইরণ, ষ্টিমুলেন্টস্ বা উত্তেজক ঔযধ এবং বিফলটি ব্যবস্থা করা অতীব প্রয়োজনীয়। অক্ষিপুটে এবম্বিধ গুৰুতর ইরিসিপিলাস রোগ অতি কদাচিৎ অণবিভূত হইয়া থাকে; কিন্তু উছ অবিভূতি হইলে, প্রায়ই নিকটবর্তী নির্ম্মাণে বিস্তৃত হইয়া, অক্ষিকোটরাভ্যন্তরীণ পদার্থ সমূহকে পীড়িত করত, স্ক্যাম্প ( Scalp ) পর্য্যন্ত প্রস্থত হয়। যfহাহউক এবম্বিধ স্থলে, রোগের প্রথমাবস্থায় পীড়িত স্থানে নাইট্রেট অব সিলভার প্রলেপিত করিলে, নিশ্চয়ই পীড়ার বুদ্ধি স্থগিত হুইয়া যায়। ফুেগমোনস (Flogmonous) প্রদাহ —এই প্রদাহ সর্ব্বদ উৰ্দ্ধাক্ষিপুটে আক্রমণ করিয়া থাকে। ইহাতে অক্ষিপুট অরক্তিম স্ফীত ও মাংসল কঠিন হুইয়া যায়; এবং এতদবস্থাপন্ন হইলে উহাতে ভয়ানক কষ্ট প্রদান করে; কিন্তু পরিশেষে যখন কিছু দিনের পর উহাতে পুয়োৎপত্তি হইয়। বহির্দেশে স্ফোটকাকারে পরিদর্শিত হয়, তখন উহা বিদীর্ণ হুইয়া, অভ্যন্তরস্থ পদার্থ সকল নিঃস্থত করত, রোগীর কষ্টভার লাঘব করে; এবং রোগ লক্ষণ সকল সত্বর অপনীত হইতে থাকে। চিকিৎস। —এই রোগের প্রথমাবস্থায় পীড়িত স্থানে उँ७j नाँ३টেট্ অব সিলভার সলিউশন প্রলেপন করিলে, রোগের প্রকোপ নিবারিত ছইয়া আইসে। কিন্তু যদি উহাতে অনিবার্য্য পুয়োৎপত্তি হইয়া থাকে, তবে পোলটিস প্রদানানন্তর সত্বর উক্তস্থানে অস্ত্রকরা বিধেয় হয়। সত্বর অস্ত্র নিমঞ্জিত করিবার প্রধান উদ্দেশ্য এই যে, তদ্বারা পূয় অক্ষিপুটের কৌষিক ঝিল্লী বিনষ্ট করিতে বা তন্মধ্যে গহবরিত হইতে পারে না; বরঞ্চ অস্ত্রোপীচীর না হইলে, প্রাগুক্ত বিষয় সকল সংঘটিত হুইয়া, বৃহৎ, ক্ষত কলঙ্ক এবং একটোপিয়ম রোগের আবির্ভাব হইতে পারে। যাহা