পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হডিওলম অর্থাৎ অঞ্জনি। $8? ছফিসিম, অথবা তাক্ষিপুটের চর্ম্মনিম্নস্থ কোষিক ঝিল্লীতে নাসারন্ধ, (Nares) অথবা ফণ্টাল সাইনস সকল হইতে বায়ুর আগমন ইত্যাদি দ্বারা সমুদ্ভূত ইম্ফিলিম। পীড়িত অংশ স্ফীত এরং বিতানিত ও অবিবর্ণীকৃত হয়। প্রভিচাপ প্রদান করিলে, চর্মের কেীৰিক ঝিল্লীতে বায়ুর বিদ্যমানত্ত cztorn »izslēz (Crepitation) sēņi থাকে। চিকিৎসা —যে কারণে এই বিরুভাবস্থা উৎপন্ন হয়, সেই কারণ তানুসারে এই রোগের চিকিৎসরও তারতম্য ঘটিয় থাকে। স্থানিক ঔষধ প্রদানে কোন প্রকার ফল দশে না; বরং যত দিন পর্য্যন্ত টিম সকলের স্ফীতি লাঘব না হয়, ততদিন পর্য্যন্ত অক্ষিপুটে কম্প্রেস এবং ব্যাণ্ডেজ বন্ধন করিয়া রাখিতে পারা যায়। হর্ডিওলম্ (Hordeolum) — estrą HEztEą się (Stye ) অর্থাৎ তাঞ্জনিকা অথবা সাধারণ ভাষায় অঞ্জনি শব্দে কছিয়া থাকে। উহ। টার্সাল গ্ল্যাণ্ড অর্থাৎ পুটগ্রন্থির স্ফীতি মাত্র। এই গ্ল্যাণ্ড প্রদাহিত হইলে, পূয় সমাযুক্ত হয়, এবং তন্নিমিত্ত উহ অক্ষিপুটের বেধ মধ্যে ক্ষুদ্র স্ফোটকারে অবস্থিত থাকে। বঙ্কিশচর্মের সহিত উহার কোন সংস্রব না থাকায়, তাহীকে অনায়াসেই উছার উপর ইতস্ততঃ সঞ্চালিত করিতে পারা যায়। স্পর্শ করিলে, কঠিন এবং ক্ষুদ্র মটরের আকার হইতে শিম্বীবীজ পর্য্যন্ত নানাবিধ অণ কারে উহ। অনুভূত হইয় থাকে। সচরাচর দুর্বল ও পীড়িত ব্যক্তিরাই এই রোগ ভোগ করে; কিন্তু যুবা ব্যক্তি অপেক্ষ বালকদিগেরই এই রোগ অধিকতর হইয় থাকে। উদ্ভেদাবস্থায় অঞ্জনিক কণ্ড,য়িত হইয়। উত্থিত হয় _ পরে উক্ত স্থান অরক্তিম ও স্ফীত, এবং প্রায় সচরাচর অক্ষিপুট রসস্ফীত এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক হইয় উঠে। এই রোগের প্রাথমিক অবস্থায় প্রদাহিত চর্ম্মে নাইট্রেট অব সিলভণর পেন্সিল স্পৰ্শীকৃত, অথবা টিংচার অব তাইওডিন প্রলেপিত করিতে হয়। এইরূপ করিলে সচরাচর প্রদ{হক্রিয় স্থগিত হইয়। যাইতে পারে; কিন্তু যদি উহাতে পুয়েtৎপত্তি হইয় থাকে, তবে উত্তপ্ত পোলটয় দুইং ঘন্ট। অন্তর প্রদান ও পরিবর্তন করিতে হয়। এইরূপে স্ফোটকের মুখ হইয়। উঠিলে, ল্যান্সেট নামক অস্ত্রের অগ্রভাগ দ্বারা উহাকে বিদারিত করিয়া সমুদয় পূয় বিনিঃস্থত হইতে দেওয়া উচিত। টনিক্স অর্থাৎ বলকারক ঔষধ সর্ব্বদা ব্যবহার করা বিধেয় হইয়া থাকে “নতুবা পর্যায়ক্রমে অনেক অঞ্জনিক অভু্যদিত হইয়া রোগীকে বিলক্ষণ কষ্ট ও অসুবিধ প্রদান করিতে পারে। ল্যাকূটেটু আর আয়রণ এবং বড় লিভর’ তয়েল এইরূপস্থলে সতত ব্যবহার্য।