পাতা:অক্ষিতত্ত্ব.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চক্ষুর শারীরতত্ত্ব। so স্কুরোটিক (SCLEROTIC.) e অক্ষিগোলক যে যে আবরণ দ্বারা প্রকৃত রূপে অৱত, তন্মধ্যে স্কুরোটিকই সর্ব্বাপেক্ষ বহিঃস্থিত। ইছ ঘন, অস্বচ্ছ ও স্বত্রময় আবরণ বলিয়া, তদন্তর্বত্তী কোমলবিধান সকলের আকৃতির কারণ এবং অবলম্বন স্বরূপ হইয়া থাকে। ইহা অগ্রভাগে যেখানে কর্ণিয় বা স্বচ্ছাবরক নামে পরিচিত, তথায় ইহার নির্মাণগত বিলক্ষণ পরিবর্তন আছে, এবং সেই পরিবর্তনক্রমে ঐ স্থানে স্বচ্ছভাব প্রাপ্ত হইয়াছে; সুতরাং ভষ্মধ্যদিয়া চক্ষুর অভ্যন্তরে অনায়াসেই আলোক প্রবেশ করিয়া থাকে। পশ্চাদিক হইতে অপটিক নার্ভ, ( দর্শন-স্নায়ু ) সিলিয়ারী নাড়ী ও স্নায়ু সকল আসিয়া এই স্কুরোটিককে বিদ্ধ করিতেছে। ইহা পশ্চাদ্ভাগে, যে স্থানে রেটিনার সহিত সমবস্থিত, তথায় অতিশয় স্থূল ভাব ধারণ করত, ক্রমশঃ সম্মুখদিগে যতই অগ্রসর হইতেছে, ততই সূক্ষভাবে পরিণত হইতেছেঃ এবং পরিশেষে কণিয়ার কিয়দূরে, উছা আবার ক্রমশঃ স্থূলভাব ধারণ করিতে থাকে। কারণ, এই স্থানেই ক্যাপসিউল আৰু টিনৰ স্কুরোটকের সছিত মিলিত। অপিচ যেখানে সরল-পেশী ও ভির্য্যক্-পেশী আসিয়া মিলিত হইতেছে, তাষ্ঠীর অব্যবহিত পশ্চাতে উছ সর্ব্বাপেক্ষ ক্ষীণকলেবর। স্কুরোটিকের বাহ্যপ্রদেশ ক্যাপসিউল অব টিননের সহিত, এবং ভ্যন্তরপ্রদেশের সম্মুখভাগ, সিলিয়ারী-পেশীর সহিত ও পশ্চাদ্ভাগ কোরইডের সহিত মিলিত আছে। অপটিক্‌ নাভ, (OPTIC NERVE.) অপটিক্‌ নার্ভকে বাঙ্গলা ভাষায় দর্শন স্নায়ু কহে। এই দর্শন স্নায়ু চক্ষুর য়্যানটিরো পোষ্টিরিয়র য়্যাকৃসিস (Antero-posterior axis ) অর্থাৎ অগ্র-পশ্চাৎ-মেৰুর অন্তর্দিকে ই. ইঞ্চি অন্তরে, রেটিনার রক্তবহ নাড়ীগণের (Retinal vessels) সহিত সমবেত হইয়। স্কুরোটিকের মধ্য দিয়া গমন করিতেছে। দর্শন স্নায়ু যে পথ দিয়া চক্ষুর অভ্যন্তরে গমন করে, তাহার আকার ফমেল (Funnel) অর্থাৎ থিলির মত। উক্ত পথের বিস্তীর স্কুরোটকের অন্তদিকে সঙ্কীর্ণ এবং বহিদিকে অপেক্ষাকৃত কিঞ্চিৎ 2-es i się figzną sztą opis" (Decussating fibrous bands) ডিকসেটিং ফাইব্রস ব্যাণ্ড স্ অর্থাৎ অবচ্ছেদক-স্বত্রময় বন্ধনী পরম্পর বিপর্য্যস্তভাবে অবস্থিত আছে; তাহদ্বারাই ল্যামিন ক্রিত্রেীস (Lamina Cribrosa) অর্থাৎ রন্ধ ময়-স্তর নির্মিত হয়। ফলতঃ স্কুরোটিক এই স্থানে দর্শন-স্নায়ুর দ্বারা এক ছিদ্রে বিদ্ধ না হইয়া, উছার (component fascicle ) কম্পোনেন্ট ফেলিকল, অর্থাৎ ঔপাদানিক-স্নায়ুদলের