পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপায় এবং আঘাত। Q(。 crę oł#ì*Fi (Post-mortem examination) Ffāgi Ēgi (7*| fGস্নাছিল যে, চক্ষুর উৰ্দ্ধপুটের নিম্নভাগে, ফন্ট্যাল বোনের অর্বিট্যাল, 〔邻一 টের পশ্চাদ্বত্তী প্রদেশমধ্য দিয়া, মস্তিষ্কের য়্যান্টিরিয়র লোত্র (Lobe ) প্রদেশে একখণ্ড লেহতীর প্রষ্টি হইয়াছে, ও তাহাতে মস্তিষ্ক কোমল ও রসাত্র হইয়াছে। এই দৃষ্টশন্তে এই বুঝা যাইতেছে যে, এইরূপ অন্যান্য স্থলে ভাবিফলতত্ত্ব বিবেচনা করিতে আতিশয় যত্ন করা সর্ব্বত্তোভণবে বিধেয়। so যদি উক্ত ঘটনার পরে দ্বাদশ কিম্ব চতুর্দশ দিবস পর্য্যন্ত শিরোযন্ত্রণার কোন প্রকণর লক্ষণ দেখিতে পাওয়া না যায়, তবে আমরা উহার আরোগ্য বিষয়ে কিঞ্চিৎ সাহস করিতে পারি। কিন্তু ভগহার পর আরও কিছুকল পর্য্যন্ত রোগীর মন্দতমাবস্থা প্রাপ্ত হইবার সম্ভাবনা থাকে। বন্দুকের &f=13 at Tiê I (GUNSIIoT wounds) সণধারণতঃ যেরূপ দেখিতে পাওয়া যায়, তাহাতে অক্ষিকোটরে কেশন তীস্কুণগ্র বস্তুর এবং বন্দুকের গুলির উভয়বিধ অপঘাতই একরূপ বোধ হয়। এস্থলে সর্ব্বদ ইহা স্মরণ রাখা উচিত যে, বন্দুকের গুলি শরীরে অন্য কোন অংশে প্রবিষ্ট হইলে, যেমন তথা হইতে সময়েং ইতস্ততঃ চঞ্চলিত হইয় থাকে, অক্ষিকেনটরেও তদ্রুপ চালিত হইয়া থাকে। তার পূর্ব্বেই বল। গিয়াছে যে, অক্ষিকোটরে অন্য কোন বাহপদার্থ অন্তনিবিষ্ট আছে কি না, তাহা যক্রপ অগ্রে দেখা উচিত, বন্দুকের গুলি বিনয়েও প্রথমতঃ তদ্বিস অনুসন্ধান করাই শ্রেয়ঃ। পরে উহা কোন দিক অনুসরণ করিয়৷ অক্ষিগোলকে প্রবিষ্ট হইয়াছে, তাহ স্থির করিতে হয়, এবং পরিশেষে, যেমন অন্য কোন বাহপদার্থ বহিষ্কৃত করিয়া লইতে হয়, তদ্রুপ উক্ত গুলিটকেও বহিষ্কৃত করিয়া লওয়া সর্ব্বতোভাবে উপযুক্ত বোধ হয়। আমরা কখনই এরূপ স্থলও দেখিতে পাই, যথায় কতকগুলি ছিটে-গুলি কনডংটাইভকে বিদ্ধ করতঃ, স্কুণরেটিক্ হইতে বিক্ষিপ্ত হইয়া; অক্ষিকোটরে কোষিক ঝিল্লীর সহিত সমবেত হইয়। অবস্থান করিতেছে। যাহtহউক, এইরূপ স্থলে কোষিক ঝিল্লীতে গভীর কর্ত্তন না করিয়া, যে কয়েকটা গুলি বহিস্কৃত করা যাইতে পারে, তাহ বহিষ্কৃত করা বিধেয়। অবশিষ্ট কয়েকটা গুলি, হয় উহাতে ৰুদ্ধ থাকিবেক, নতুবা যে সময়ে উহ বহিদিগে আসিতে থাকিবে, সেই সময়েই বহিষ্কৃত করা বিধেয়। অক্ষিকোটরের গভীরতম নির্ম্মাণে উহাদিগকে অন্বেষণ করা কোন মতেই উচিত নহে॥*

  • Poland on l’rotrusion of the Eyeball; Ophthalmic Hospital Re

ports, vol. ii. p. 218. Also a case by Dr. Playne, vol. i. p. 215.