পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদেশের প্রাচীনেতিহাস । brసె উত্তর পশ্চিম প্রদেশ প্রাপ্ত হইয়া, পুনরায় বঙ্গদেশে সৈন্য লইয়া আসিবার ইছু করিয়া, চন্দ্রগুপ্তের নিকট পরাজয় হইয়। ইন্দস নদীর পূর্ণ ধারস্থ সমস্ত দেশ তfগ, আর ৫০ হস্তী সাংব সরিক রাজকর স্বরূপ, এবং নিজ কন্যা প্রদ{ল, ইত্যাদি দ্বার} সন্ধি করিয়াছিল। ইওরোপীয় ইতিহাসে ব্যক্ত করে ১৮০০ বংসূরের অধিক গত, সঙ্গদেশে তিন প্রধান স্তন ছিল, তাহার নাম প্রথম গৌড়, সে রাজধানী, দ্বিতীয় সূবর্ণগ্রাম, এবং তৃতীয় সপ্তগ্রাম,শেষোক্ত উভয় স্থানে,রোমানের অর্ণবধান অর্থাৎ জাহাজ লইয়া ত্যাগ ত হইয়া, ন ন প্রকার বাণিজ এবং উ হুম বস্ত্র ক্রয় করিয়া লইয়! যাইত । ১৫০০ বৎসর গত বঙ্গদেশ সে পর্যন্ত মগধ রাজার শাসনাধীন ছিল, তাছার পর যখন মগধের সামুটি ধুৎস টুইল, তখন পাল নামে নাস্তিক রাজ বঙ্গদেশে স্বাধীন হন, হাঙ্গার রাজধানী দিনাজপুর । ৭৭ বৎসর গত আদিসুর নামে বঙ্গজবৈদ্য রাজ, তাহার রাজধানী সুবর্ণগ্রাম, বঙ্গদেশে উত্তম পণ্ডিত না থাকাতে, কেচিং বদন্তি দেশস্থ বুক্ষণের পালরাজার সময়াবধি নাস্তিকধর্মাবলম্বি প্রযুক্ত,কান,কুক্সের রাজসন্নিধানে দূত প্রেরণ দ্বারা, আস্তিক পণ্ডিত পঞ্চ বুহ্মণ আনয়ন পুরঃসর, স্বদেশে স্থাপন করেন, সমভিব্যহার পঞ্চ ভূত্য, তাহাদিগকেও কায়স্থ ৰূপে সংস্থাপিত করেন । ৭২২ বৎসর গত উক্ত আদিসুরের বংশে বল্লালসেন নামে রাজা, কোনই ইতিহাসে বল্লালের জন্ম ব্রহ্মপুত্র দ্বারা কছে, এবং তিনি কোন অস্ত্যজ পদ্মিনীনাম কন্যা গ্রহণ জনদোষি প্রযুক্ত,ত্যাজ্য অর্থাৎ বঙ্গজবৈদ্য হইতে Lam -- ' '