পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যোতিষঃ। 3-0 প্র। নক্ষত্র দিগেরক ভুমণের নিয়ম চন্দ্র সূর্যের ন্যায় আছে । উ । অবশ্য তন্মধ্যে যাহা নির্ণীত হইয়াছে তাহীৱ কিঞ্চিৎ বিশেষ কহি, পৃথিবীর সর্ব্বোত্তর ভাগে সূমেরু তাঙ্কার উপর অতিউচ্চ আকাশে এক তার এবং সর্ব্ব দক্ষিণে কুমেৰু তাতার উপর অতিউচ্চ আকাশে এক তার কাছে এই দুই তারা প্রায় অচল বোধ হয় অতএব ইহুদিগকে ধ্রুবতার কছেন এই দুই ত ৱাকে পৃথিবীর মধ্যভাগস্থ ব্যক্তির উচ্চস্থান হইতে দেখিতে পয়েন কিন্তু এতদেশ হইতে উত্তর ধ্রুবতার। মাত্র দেখা যায় এই দুই তারার মধ্যস্থলে কদম্ব কুসুমাকৃতি পৃথিৰ তাহার উপর হাকাশে চন্দুের পথ তাহার উপর বুধের তাহার উপর ক্রমে শুক্র সূর্য সঙ্গল বৃহস্পতি শনির পথ হয় ঐ সকল পথকে ঐ গুহ দিগের কক্ষ কহেন সকল মুম্বকক্ষার উপর নক্ষত্রচক্র আছে ঐ নক্ষত্র চক্রে যে স্থলে অশ্বিনী নক্ষত্র সেই অবধি পূর্বদিকে কিঞ্চিং২ উত্তরাংশে পাদোন সাত নক্ষত্র আছে তাহার পর চিত্রান্ধ পর্যন্ত পাদোন সাত নক্ষত্র ঐ পূর্ব্বোক্ত পদোন সাত নক্ষত্রের পূর্বদিকে কিঞ্চিৎ২ দক্ষিণাংশে আছে চিত্রর শেষাদ্ধা ৰধি উত্তরাষাঢ়র একপাদ পর্য্যন্ত পাদোন সাত নক্ষত্র ঐ চিত্র। অবধি ক্রমে কিঞ্চিৎ২ দক্ষিণাংশে আছে পরে রেবতী পর্য্যন্ত পাদান সাত নক্ষত্র পূর্ব্বদিকে ক্রমে কিঞ্চিৎ২ উত্তরাংশে আছে এইৰূপে সপ্তবিংশতি নক্ষত্রে ঐ নক্ষত্র চক্র ব্যাপ্ত হয় ঐ নক্ষত্র দিগের ২৫০ পাদে এক রাশি কম্পনা করিয়া দ্বাদশ রাশিতে ঐ মক্ষত্র চক্রকে বিভাগ করিয়াছেন তৎপ্রযুক্ত নক্ষত্র চক্রক রাশি