পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>8 অস্তুত রামায়ণ1 জুহি দেবি পরাৎপরা,দৈন্যদশা দুখহরা: পরমেশী প্রপন্ন পালিনী ॥১৮ সগুণে ত্রিগুণ ধর, অগুণে সগুণ কর, কেবা গুণ জানিবে তোমার ! গুণময়ী গুণাতীত, শারদী বরদা সীতা, ভীম ভৱসিন্ধু কর পার ॥৯ তুমি শিব তুমি শিব, তুমি রাত্রি তুমি দিব, সৃষ্টি স্থিতি প্রলয় কারণ। ভূমি হরি তুমি হর, পরাশক্তি পরেশ্বর, বিশ্বৰূপ করেছ ধারণ । ১০ চন্দ্র সূর্য্য হুতাশন, সুশোভিত ত্রিনয়ন, দন্ত শ্রেণি দামিনী বিকাশে । শ্বাস বায়ু সমরণ, বহিতেছে ঘন ঘন, জ্ঞান হয় ত্রিলোক বিনাশে । ১১ চরণ পঙ্কজ রবি, বরণ নীরদ ছবি, হরণ করয়ে অন্ধকার । কৃপাময়ী কৃপা কর, দেবের দুৰ্গতি হর, তোমা ভিন্ন কেবা আছে আর ॥ ১২