পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

We अङ्ङ রামায়ণ । দাশরথি দশানন বিনাশ কারণ । শ্বেত শতদল সম সুন্দর নয়ন ॥ ৮ তমসা নদীর তীরে সুখে নিবসতি। নিয়ত তপস্যা গুরু শুচি শান্তমতি ॥ ৯ বাক্যের প্রথম স্থান ঋষির প্রধান । বিখ্যাত বাল্মীকি বহু গুণের নিধান ॥ ১• তার প্রিয় শিষ্য ভরদ্বাজ ঋষিবর । জিজ্ঞাসা করিল করি কৃতাঞ্জলি কর । ১১ শতকোটি শ্লোক মহাকাব্য রামায়ণ । তোমার রচিত ইহা খ্যাত ত্রিভুবন ॥ ১২ ব্রহ্মলোকে ঋষিগণ পিতৃগণ সহ । প্রজাপতি শ্রবণ করেন অহরহ ৷৷ ১৩ পৃথিবীতে এই রামায়ণ সুললিত । শ্লোক পঞ্চবিংশতি সহস পরিমিত ৷৷ ১৪ সবিশেষ শ্রবণ করেছি সে সকল । কবিতা কদম্ব সুধাধার অবিকল ॥১৫ শতকোটি শ্লোক দ্বার বিপুল বিস্তার। রামায়ণ সিন্ধ সম সম নাহি তার ॥ ১৬