অনুক্রম " سي بين থাকিয়৷ থাকিয় ধীরেন বলিল, “বলতে বড়ই কষ্ট হচ্ছে, মণি ?” তখন মণির দুই চোখ বহিয়া জলের ধার ছুটিল, হারাণ অপ্রস্তুত হইয় গেল । - অনেকক্ষণ পরে মণি চোখ মুছিয়। বলিল, “হারু-দা, ঐ হরেন্দ্র অfমার মামাতে-ভাই । চোখে জল আসছে মা’র মুখপানি মনে পড়ে । চলে এলুম তার ওদের কাছে থাকবার দরকার নেই বলে । তোমার সকল প্রশ্নেরই উত্তর দিয়েছি কিন্তু আর কোনও কথ। জিজ্ঞাস করে ন৷ ” মণি কথা শেষ হইবার পূৰ্লেই চলিতে আরম্ভ করিল, কাজে কাজেই তাহার সঙ্গী তিনজম ও চলিতে অগ্রস্ত করিল । অল্প ক্ষণ পরে মেঘ করিয়া আসিল, ফেঁটী ফেট। বৃষ্টি আরস্ত হইল । বর্ষাতি মুড়ি দিয়া ছাত মাথায় চলিতে চলিতে চারিজনই ভিজিয় গেল । চলিতে চলিতে চারিদিক অন্ধকার হইয়া আসিল । যখন তাহার। চারিজন আশ্রয়ে পৌছিল তখন সকলেই ভিজিয়া গিয়াছে । অনুপম প্রস্তাব করিল যে, তখনই একখান লরি আসিবে, সেইখানায় চড়িয়া শিলংএ ফিরিয়া যাইতে হইবে । গাড়ী আসিলে সকলে একখানা বন্ধ গাড়ীতে উঠিল । বসিবার জায়গা নাই, সে গাড়ীখানায় কয়ল আসিয়াছিল সুতরাং মেঝে আর দেওয়াল কালী মাখা । অনুপম তাড়াতাড়ি নিজের বর্ষাতিটা মণির জন্য পাতিয়া দিল । মণি হাসিয়া বলিল, “তাহলে আমার বর্ষাতিটা কি দোষ করলে নেড়া-দা ?” অনুপম জবাব দিবার আগেই গাড়ী চলিল । ধাক্কায় মণি পড়িতে পড়িতে রহিয়া গেল, অনুপম তাহাকে ধরিয়া না ফেলিলে সে পড়িয়া যাইত। সে মণিকে উঠাইয়া তাহার বর্ষাতির উপর বসাইয়া দিল ।
পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২০
অবয়ব