বিষয়বস্তুতে চলুন

পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

蟹领 অতুত্রম

মণির দেথ হহল ! মণি সকলের আগে তর-তর করিয়া উপরে উঠিয়া আসিতেছিল, মাসি-ম, অতুপম ও হারাণ তাহার পিছনে পড়িয়াছিল। পারেন তাহাকে জিজ্ঞাস করিল, “মণি, নেড় কোথায় ?" . মণি ন দাড়াইয়াই বলিল, “ঐ যে পিছনে আসছে।” আরও একটু নীচে নামিয় ধীরেন, মাসি-মা হারাণ ও অনুপমকে দেখিতে পাইল । সে যখন তাহদের কাড়ে পৌছিল, তখন হারাণ বলিতেছে, “মণি দিদি নিজে বলছে তার স্বামী, আর তুই বলবি, না ? দেখুন তো মাসি-ম, নেড়ার কি রকম বেয়াদবী !” মাসি-মা বলিলেন, “কি পাগলামো করিস বাছ, রাস্তার মাঝখানে ও-কথার আলোচনা করে কাজ নেই । মণির কথা শুনে আমার অঙ্গ হিম হয়ে গিয়েছে,—শ কিছু জিজ্ঞাসা করতে হয় বাড়ীতে এসে করিস। দেখৃলি না, মণি কি রকম করে চলে গেল? সে কি কোন দিন আমায় পথের মাঝখানে ফেলে গেছে ?” অনুপম তখনও উত্তেজিত হইয়া ছিল; সে বলিয়া উঠিল, “নিশ্চয়ই মিথ্যে কথা, মাসি-ম, ঐ বাদর গাজাথোর মণির স্বামী ? অসম্ভব ।” মাসি-মা বলিলেন, “তুই একটু স্থির হ’ বাপু, আমাকে পাগল করে তুলিস নে আর । যা কিছু বলতে হয় বাড়ীতে এসে বলিস।” তাহাদের হাবভাব দেখিয় ধীরেন আর কোন কথা বলিতে সাহস করিল না, সে তাহদের সঙ্গে সঙ্গে চলিল । তখন হারাণের বাড়ীর অন্দরে কুরুক্ষেত্র যুদ্ধের অভিনয় চলিতেছিল। শিক্ট ও ভক্তাদের পরিত্যাগ করিয়া মা-ঠাকুরুণ চেলার হাত ধরিয়া বলিতেছিলেন, “তুই আগে বলিস্নি কেন ? , ও মাগী এখানে আসে জানলে আমি কখনো এখানে আস্তুম না! তোর মনে নিশ্চয়ই কু-মতলব ছিল ।”