পাতা:অন্নদামঙ্গল.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিবব্যাসে কথোপকথনু। >N)○ হল হল জ্বলিছে গলায় হলাহল । অট অটু হাসে মুণ্ডমালা,দলমল । দেহ হৈতে বাহির হইল ভূতগণ, ভৈরবের ভীম নাদে কঁপুে ত্রিভুবন । মহাক্রোধে মহারুদ্র ধরিয়া পিনাক। শূল আন শূল আন ঘন দেন ডাক । বধিতে নারেন অন্নপূর্ণর কারণে । ভৎসিয়া ব্যাসেরে কন তর্জন গর্জনে ॥ হরি হর ছুই মোরা অভেদশরীর। অভেদে যে জন ভজ সেই ভক্ত ধীর ॥ বেদব্যাস নাম পেয়ে নাহি মান বেদ। কি মর্ম্ম বুঝিয়া হরি হরে কর ভেদ ॥ সেই পাপে তোর বাস না হবে কাশীতে । আমি মানা করিলাম তোরে ভিক্ষা দিতে ॥ মনে ভাবি বুঝিলে জানিতে সেই পাপ। কোন দোষে আমার কাশীতে দিলি শাপ ॥ কি দোষ করিল তোর কাশীবাসিগণ। কেন শাপ দিলি অরে বিটল বামণ ॥ এ স্থানে ঘাসের যোগ্য তুমি কন্তু নও। এইক্ষণে বারাণসী হৈতে দূর হও । অরে রে ভৈরবগণ বয়সে ফর দুর। পুন যেন আসিতে না পায় কাশীপুর ॥ ব্যাসদেব রুদ্ররূপি দেখি মহেশ্বরে । তয়ে কম্পমানতকু কঁপে থর থরে ॥ > ネ