পাতা:অন্নদামঙ্গল.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ゲ8 अन्नक्रॉमत्रल । বসিলা গিরিশ গৌরী কৌতুক অশেষ । সমুখে করেন ক্রীড়া কার্ত্তিক গণেশ ॥ ছু দিকে বিজয় জয় নন্দী দ্বারপাল । ডাকিনী যোগিনী ভূত ভৈরব বেতাল । অন্নপুর্ণমহিমা দেখিয়া মহেশ্বর। প্রকাশ করিলা তন্ত্র মন্ত্র বহুতর ॥ উপাসনা পুজা ধ্যান কবচ সাধন । ধর্ম্ম অর্থ কাম মোক্ষ ফলে নিষোজন : বিস্তর অন্নদণকল্পে অল্পে কব কত । কিঞ্চিত কহিমু নিজ বুদ্ধিশুদ্ধিমত ॥ যে জন করয়ে অন্নপূর্ণ উপাসনা । বিধি হরি হর তার করয়ে মাননা | ইহলোকে নানা ভোগ করে সেই জন । পরলোকে মোক্ষ পায় শিবের লিখন | অন্নপূর্ণ মহামায়া মহাবিদ্যামাজ । যার বরে স্বৰ্গে লক্ষ্মী ইন্দ্র দেবরাজ ॥ ব্রহ্মার ব্রহ্মত্ব যার করি উপাসনা। " বিষ্ণুর বিষ্ণুত্ব যার করিয়া মাননা । শিবের শিবত্ব যার উপাসনা ফলে। নিগম আগমে যারে অদ্যা শক্তি বলে । দয়া কর দয়ামী দানবদমনী । দক্ষস্থত দক্ষায়ণী দারিদ্র্যদলনী । হৈমবর্তী হরপ্রিয়া হেরম্বজননী । হেমহারাহীরময়ী হিরণ্যবরণী ॥