পাতা:অন্নদামঙ্গল.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বকর্ম্মার প্রতি পুী নির্ম্মাণের অনুমতি । ৮৭ আপন অtহার বিষ ধ্যানে যায় অহর্নিশ অন্ন সনে নাহি দরশন। এখানে বসিবে যার অন্নজীবী হবে তারা অন্ন বিনা না রবে জীৱন । এত ভাবি ত্রিলোচন সমাধিতে দিয়া মন বসিলেন চিন্তাযুক্ত হয়ে। অন্নপূর্ণ অধিষ্ঠানে অন্নে পূর্ণ কর স্থানে ভারত দিলেন যুক্তি কয়ে । । বিশ্বকর্ম্মার প্রতি রী নির্ম্মাণের অনুমতি । ভব ভাবি চিতে পুরী নির্ম্মাইতে বিশ্বকর্ম্মে কৈল ধ্যান বিশ্বকর্ম্ম আসি প্রবেশিলা কাশী জোড়হাতে সাবধান । বিশ্বকর্ম্মে হর* কহিলা বিস্তর শুন রে বাছা বিশাই, অন্নপূর্ণ আসি বসিবেন কাশী দেউল দেহ বনাই । বৈশ্বকর্ম্ম শুনি নিজ পুণ্য গুণি দেউল কৈলা নির্ম্মাণ । অন্নদা মুরতি নিরুপম অতি নিরমায় সাবধান ৷ রতন দেউল ভূবনে অতুল কোটি রবি,পরকাশ । বিবিধ বন্ধান অপুর্ব্ব নির্ম্মাণ দেখি সুখী কৃত্তিবাস ॥ দেউল ভিতরে • মণিবৈদীপরে, চিন্তামণির প্রতিমা । চতুর্ব্বৰ্গপ্রদ গড়িল অন্নদ অনন্ত নামমহিম।" মণিময়চ্ছদ গড়ে কোকনদ অরুণকিরণশোভা । ভুবন মণ্ডল করয়ে উজ্জ্বল মহেশের মনোলোভা । - তাহার উপরি পদ্মাসন করি অন্নদামুরতি গড়ে । পদতল রঙ্গে দেখি অষ্ট অঙ্গে অরুণ চরণে পড়ে ।