পাতা:অবতার.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b কৌটি চক্ষু উল্মীলিত করিয়া তাহার চারিদিকে অনুসন্ধিৎসু দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন ; দেখিলেন, শয়ন-কক্ষটি বেশ আরামের কিন্তু খুব সাদাসিদ ; চিতাচর্ম্মের অনুকরণে তৈয়ারি একটা গালিচায় ঘরের মেজে আচ্ছাদিত ; বুটিদার পরদায় জানলা-দরজা ঢাকা, কাপড়ের মত দেখিতে সমান-চোস্ত সবুজ কাগজে ঘরের দেয়াল মণ্ডিত । কালো মার্ব্বেলে গঠিত একটা ঘড়ি—তাহার উপরে একটা রূপার পুত্তলিকা— তাহার সহিত দুইটা রূপার প্রাচীন পেয়ালা—এই সমস্ত জিনিসে সাদ মার্ব্বেল-গঠিত চিমনী-স্থান বিভূষিত ছিল। একটা পুরাতন ভিনিশিয়ান আর্শি যাহা কৌন্ট গভরাত্রে আবিষ্কার করিয়াছিলেন, এক বৃদ্ধার চিত্র— সম্ভবতঃ অক্টেভের জননী—-ইহাই এই ঘরের একমাত্র অলঙ্কার ; ঘরটি বিষ৪ ও কঠোর-দশন ; আসবাবের মধ্যে একটা পালঙ্ক, চিমনীর নিকটে স্থাপিত একটা আরাম-কেদার, পুস্তক ও কাগজ-পত্রে আচ্ছাদিত একটা দেরাজ-ওয়াল টেবিল। এই সকল আসবাব আরামপ্রদ হইলেও লাবিন্‌স্কি-প্রাসাদের জমৃকালো আসবাবের কাছ দিয়াও যায় না । চাকর মৃদুস্বরে জিজ্ঞাসা করিল :– “মহাশয়, উঠেছেন কি ?” এই কথা বলিয়া, তাহার মনিবের প্রাতঃকালের পরিচ্ছদ,—একটা রঙ্গিন কামিজ, একটা ফুIানেলের প্যানটালুন, একটা আলখাল্লা—কেন্টেকে দিল। পরের কাপড় পরিতে তার নিতান্ত অনিচ্ছ ইষ্টলেও,—অগত্যা ঐ কাপড় তাকে পরিতে হইল ; কেননা, না পরিলে উলঙ্গ হইয়া থাকিতে হয়। শষ্য হইতে নামিবার সুময় একটা কালে ভল্লুকর চামড়ার পা-পোষের উপর পা রাখিলেন।