পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৩৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাটিতে পলে। খলি –ছিড়ে শির যেন গোট পাঁচ ছয় । দ্বেয়ান বলেন, এ কীরে ? লোকটা বললে, কী করলে মশায় । বৈতাল কুমড়ে কটা হল নয়-ছয় । এ সব বস্তু রাজা-রাজোড়ার রাজভোগ, যোগাড় করতে ভুগতে হয় ভোগ। গুমি বলে কত লোক মায় দিয়েছে মশায় । আগাগোড়া বরবাদ করলে এখন কী হয় ? দেয়ান বলেন, বোঝা গেছে, যা গেছে তা গেছে, আমার কাছে যাহ্ববিদ্যা খাটবার নয়। দেখা যাবে সকালে কাল বৈতাল কুমড়ে কোন গাছে ফলায় । সরে পড়ে। ভালো চাও তো – আমি ভৈরব দেয়ান সেটা জান তো ? ও কথা আর উচ্চবাচ্য নয়। জুপুলিয়ার রাজা হিন্থর চুড়ে, বৈতাল কুমড়ে খাবার পাত্র নয়। বিদায় হও, নিয়ে টাকা পাঁচ ছয় । মুশকিল বাধবে সকালে কালকে কুষ্মাও যদি নরমুণ্ড হয়। ভূতের বোঝা বহে এলে এবার প্রাণ-সংশয়। ঘাল হয়েছে গুমগুমি —সকালে পেটান হুমহুমি দুপুলিয়াতে দেয়ানজী মশায় । \లy: