পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেগম একটি গোলাপফুল শখের গুলবাগে খাসমহলের মাঝে গোলাপ জলের ফোয়ারার ধারে পুতে দিলেন ; আর সেইদিন হিন্দুস্থান ও ইরানীস্থানের মধ্যস্থলে হিন্দুকুশ পর্বতের শিখরে হীরে-জহরতে মোড়া এক রাজার শরীর চিতার উপরে তুলে দিয়ে এক সন্ন্যাসিনী বললেন— “সখী, তোরা সেই গান গা।" চারিদিকে চার সন্ন্যাসিনী ঘিরে-ঘিরে গাইতে লাগল— ‘আজ কী আনন্দ ? সন্ন্যাসিনী সেই শোলাঙ্কি-রাজকুমারী ; আর সেই রাজদেহ বাপ্পার মৃতদেহ– দুজনে চিরদিন তুজনের সন্ধানে ফিরেছিলেন, কিন্তু ইহলোকে মিলন হয়নি। వె\9