বিষয়বস্তুতে চলুন

পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/২৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাড়ি, পিসির বাড়ি উড়ে বেড়াই। আমার ভূতপত রী লাঠিটি কিন্তু গোবিন্দর মা চুরি করে রেখে দিয়েছে। লাঠি নইলে তো চলতে পারি না। তোমরা সবাই চাদ করে যদি আমাকে একটা আঁকাবাক লাঠি কেনবার পয়সা দাও তবে সেইটে নিয়ে আমি একবার মামার বাড়ি যাই, আর তোমাদের জন্তে বঁাকানদীর ধার থেকে অনেক আঁকাবঁকা ছবি জোগাড় করে আনতে পারি। २४-8