পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/৪০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তোতারাম, তাদের আসল নাম ধাম প্রকাশ করা গেল না, কেননা ইদানীং তারা রাজনীতি সমাজনীতি এ-সব থেকে আড়ালে আবডালে থাকাই মানস করেছেন, কেবল আমার সনির্বন্ধ অনুরোধেই এবারের মতে। এরা আমাদের সভায় রিপোর্টার ও কপিইস্ট পদ গ্রহণ করেছিলেন। নিম্নে তোতারামের বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হল –ইতি অস্থায়ী সম্পাদক সজাক জেস্ত সভার বিস্তারিত বিবরণী চট্টগ্রামেব কুঁকড়ে, কলেজ স্কোয়ারের তোতাপণ্ডিত এবং মিস্টর হনুমান অব কলাগাছির দ্বারায় লিখিত ও প্রকাশিত। সভার স্থান— আলিপুর চিড়িয়াখানার গোলবাগিচা। কাল— ইলেবন থাটি পি-এম, মুনডে, ফাস্ট মে পাংচুয়ালি । কার্য-তালিকা—(ক) সভাপতি নির্বাচন। (খ) মানবজাতিকে জাতচু্যত করার প্রস্তাব এবং তদবিষয়ে কী উপায় অবলম্বনীয় সে বিষয়ে গবেষণা। র্যাহারা মানব জাতির দফা-রফায় মত দিবেন, তাহারা বামহস্ত উঠাইবেন, র্যাহার। মানব-জাতির সহিত রফা করিয়া চলিতে চাহেন, তাহাবা দক্ষিণ হস্ত উঠাইবেন । (গ) প্রধান প্রধান বক্তাগণের নাম সিংহ, ব্যাজ, হয়, হস্তী, হরবোলা, শৃগাল, কুক্কর ইত্যাদি। (ঘ) চিড়িয়াখানার ডাক্তারের মৃত্যুতে শোক-প্রকাশ ও তাহার স্মৃতি-রক্ষার জন্য চাদ সংগ্রহ এবং মৃত ডাক্তারের স্থানে মানুষ না হইয়। ওই পদে কোনো পশু কেন না বসিবেন, এই মর্মে পার্লামেন্ট মহাসভায় শোক-প্রকাশকারী এক ল্যামেণ্টেবল দরখাস্ত প্রেরণ ও এ দেশে রীতিমত অ্যাজিটেশন বা আন্দোলন করার প্রস্তাব । মুচিখোলার থেকে আরম্ভ করে যেখানকার যত ময়ূর আর বকের পালনকারীদের চিড়িয়াখানা আছে, বেগুলো থেকেই মোড়ল মাতববর নামজাদা খগেন্দ্রগণ তো এসেছেনই, তা ছাড়া কাটা-গোফ 'Lbr'L