পাতা:অবনীন্দ্র রচনাবলী প্রথম খণ্ড.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষয়বাবু বললেন, আমি সাধ্যমত করেছি, এবার তা হলে আমাকে বিদেয় দাও, বুড়ো হয়ে গেছি, ছেলেছোকরা কাউকে দিয়ে না-হয় এই পার্ট করাও । বলে আমার দিকে চাইতেই আমি হাত নেড়ে বারণ করলুম। লোভ ষে ছিল না ত্রিবেদীর পাট করতে তা নয়, হয়তো দিলে ভালোই করতে পারতুম। অক্ষয়বাবু বললেন, আর এখানে রোজ যাওয়া-আসায় আমারও তো একটা খরচ আছে, আমি আর পারি নে। কী আর করা যায় এখন, এই একদিনের মধ্যে তো নতুন লোক তৈরি করা সম্ভব নয়। সেই রাত্রে অক্ষয়বাৰু নগদ পঞ্চাশ টাকা পকেটে ক’রে— বর্ষ নেমেছে শীত শীত ক’রে একখানা গায়ের চাদর ঘাড়ে ক’রে— বাড়ি ফিরলেন । সেবার রাজা ও রানী অভিনয় খুব জমেছিল । সবাই যার যার পার্ট অতি চমৎকার করেছিলেন । লোকের যা ভিড় হত। আমার মন খুত খুঁত করত বাইরে থেকে দেখতে পেতুম না বলে। ছটা পাট ছিল আমার, একটা পাট করে পরের সিনে আবার তক্ষুনি তক্ষুনি সাজ বদল করে আর-একটা পার্ট করতে আমার গলদঘর্ম হয়ে যেত। তার উপরে আবার যখন একটু দাড়াতুম, স্বরেন্দ্র বাড়ুজ্জের ভাই জিতেন বাড়ুজ্জে কুস্তিগীর, বিরাট শরীর, মহা পালোয়ান, সে*আমার স্কন্ধে ভর দিয়ে অভিনয় দেখত—আমার ঘাড় ব্যথা হয়ে গিয়েছিল । একদিন আবার আর-এক কাও— অভিনয় হচ্ছে, হতে হতে ড্রপসিন পড়বি তো পড়, একেবারে মেজোজ্যাঠাইমার মাথার উপরে প্রায়। রবিকাকা তাড়াতাড়ি মেজোজ্যাঠাইমাকে টেনে সরিয়ে আনেন। আর একটু হলেই হয়েছিল আর কী । রাজী ও রানী বোধ হয় আর অভিনয় হয় নি পরে, এমারেল্ড থিয়েটার রাজা ও রানী নিয়েছিল। পাবলিক অ্যাক্টার অ্যাকূট্রেস অভিনয় করে। গিরিশ ঘোষ ছিলেন তখন তাতে, সে আবার এক মজার ঘটনা। এখন, আমাদের যখন রাজা ও রানী অভিনয় হয় সে সময়ে একদিন কী করে পাবলিক অ্যাকূট্রেসর ভদ্রলোক সেজে অভিনয় দেখতে ঢুকে পড়ে। আমরা কেউ কিছু জানি নে। আমরা তো তখন সব ছোকরা, বুঝতেই পারি নি কিছু। তারা তো সব দেখেশুনে গেল। এখন পাবলিক স্টেজে রাজা ও রানী অভিনয় ככ\ צ