পাতা:অবলা প্রবলা.djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૪૧* অবলা প্রবলা । - হবে তোমার প্রভুর কাছে ছিল । পরিশেষে এ দেশে আইল পুনৰ্বার। অদ্যাবধি আছে এথা জানি সমাচার। সত্য যদি তব কিছু থাকে প্রয়োজন। অনায়াসে করিতে পারিবে দয়শন । মালিমীর মুখে শুনে এতেক বচন। চন্দুমাল হৈল অতি হরষিত মন । যুবার সন্ধান হৈল আর কিবা ভয় । সেই থানে স্নান পুজা ভোজন করয়। ভোজমান্তে বহুক্ষণ নিদ্রায় কাটায়। বেলা অবসান দেথি উঠিল ভূরায় । মালিনীর নিকটে কহিয়া অনন্তর সাক্ষ। ত করিতে চলে সহ মনোহর। উপনীত হয়ে রাজ রাটীর দুয়ার । জিজ্ঞাসিল দ্বারীকে মুবার সম্মা চার । কয়ে দিল দ্বারা সবিশেষ বিবরণ। সুবর্তী পাইল যুবকের দরশন ৷ জিজ্ঞাসিল মনোহর কোথা তব বাস ধনী বলে পত্র দেথ পাইবে প্রকাশ। এত বলি পত্র দিল যুবকের করে । করিল বি. স্তর থেদ পত্র পাঠ করে । অবশেষে নিৰ্জ্জুনেতে ডাকিয় চন্দ্রারে। সুধাইল কেট দিল এ পত্র তোমা রে। ধনী কহে বলিহারি স্বভাব যুবার । চিনিতে ন।রিলে মোরে কি কহিব আর । চন্দ্রমাল নাম মোর তোমার উদেশে । মোহিনীর সর্থী আমি ভমি দেশেই । চিনিতে পারিল রায় নিরথিয়৷