পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তল৷ নাটক ।

  • -a

वर्छ उधझ । -- নগরপাল, এক ব্যক্তির বাহুদ্বয় পশ্চাৎদিকে বন্ধন করিয়া দুইজন রক্ষির সহিত প্রবেশ করিল। রক্ষিদ্বয় । ( ঐ পুরুষকে আঘাত করিতে করিতে ) রে চোর, মহাদীপ্তিশালি রাজনামাঙ্কিত এই মণিময় অঙ্গুরীয় কোথা পাইলি, বল। । ধীবর । ( ভীত হইয়া ) আপনার প্রসন্ন হউন, আমি ইহা চৌরবৃত্তি দ্বারা গ্রহণ করি নাই। প্রথম । ছাঁ, তুমি মহাব্রাহ্মণ, তজ্জন্যই রাজা তোমাকে পারিতোষিক স্বৰূপ দান করিয়াছেন । ধীবর। মহাশয়েরা তবে শ্রবণ করুন, আমি শক্রাবতার বাসী ধীবর । দ্বিতীয়। অরে গীটকাট, আমরা কি তোর জাতি কুল জিজ্ঞাসা করিতেছি ?