পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক । ১৭ শকু ( ব্যস্ত হইয়া) আছো ! সলিলসেক দ্বারা একটা মধুকর নবমালিকা ত্যাগ করিয়া আমার বদন অতিলাষ করিতেছে ; ( বলিয়া ভ্রমরকে নিবারণ করিতে লাগিলেন । ) রাজা। পৃহা সহিত অবলোকন করিয়া) অহো ! মধু করকে তাড়না করিতেছে, ইহাই বা কি রমণীয় । ষে দিকে ধাইছে আলি, বামাক্ষি “ আঃ একি বলি , সেই দিকে ফিরায় লোচন । দৃষ্টি ভঙ্গি সমুদয়, মনন ব্যতীত হয়, ভয়ে ভুরু করে নিবর্ত্তন। অপিচ। ( ঈষৎ কুপিত হইয়া । ) সকম্পিত অপাঙ্গ স্পশিছ বারবার । কর্ণ মূলে মৃদুখুনি করিছ তাহার। সরস কৌতুক যেন করিছ বর্ণন। - কর কাপাইয়ে ধনী করিছে বারণ । তবু তার মুখামৃত করিতেছ পান। রতির সর্বস্ব হয় ও বিধুবয়ান । নাপায় ইহার তত্ত্ব হীন মতি নর। তুমি সব হতে কৃতি ওহে মধুকর ॥ আয়ও । ভুরুলত বিলাসেতে চঞ্চল নরন। ইতস্তত করে কিবা দৃষ্টি বিতরণ ॥ ত্রিবলিত মধ্যদেশ কম পয়োধর । , পুনঃ পুনঃ বিবর্তন দৃশ্য মনোহর । סא