পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 जडिब्बान अकूडजा जाछेक । বিদু। অভিলাষ হইয়াছিল বটে, কিন্তু সম্প্রতি রাক্ষসের বৃত্তান্ত শুনিয়া বাধা জন্মিল । রাজা। ভয় কি, তুমি আমার নিকটে থাকিৰে । বিদু। আমি এই রথচক্রের ভিতর থাকিতে পারি যদি কেহ না আসিয়া বিশ্ন করে। দৌবারিক প্রবেশ করিল। দৌবা । রাজার জয় হউক জয় হউক । মহারাজ ! রথ সুসজ্জিত হইয়া আপনার বিজয় পথকে অপেক্ষ। করিতেছে, কিন্তু মহারাজের জননী প্রেরিত করভক নামে এক ব্যক্তি নগর হইতে আগমন করিয়াছে। রাজা । ( সাদরে বলিলেন ) কি ! আর্য্যা কর্তৃক প্রেরিত হইয়াছে ? দৌবা । হা মহারাজ ! রাজা । তবে তাহাকে এখানে আনয়ন কর । দৌবারিক গমন করিয়া পুনর্ব্বার করভকের সহিত প্রৰেশ করিল। দেবা ! করম্ভক ! ঐ মহারাজ, তুমি ঐ স্থানে যাও । কর । (তথায় গমন করিয়া প্রণাম পূর্ব্বক) মহারাজার জয় হউক জয় হউক ! মহারাজ দেবী আজ্ঞা করি য়াছেন । S. রাজা। কি আজ্ঞা করিয়াছেন ?