পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ অভিজ্ঞান শকুন্তলা নাটক । ( ইহা কহিয়া নিষ্কান্ত হইল। ) শকু সত্যই সখীরা আমাকে একাকিনী রাখিয়া চলিয়া গেলে । o রাজা । ( চতুর্দিক অবলোকন করিয়া ) সুন্দরি ! কেন উৎকণ্ঠিত হইতেছ ! আমি তোমার সখীদিগের পরিবর্তে রহিলাম। অতএব বল, তোমাকে কি নীহারাদ্র শতদলে করিব ব্যজন। অথবা সেবিব তব যুগল চরণ ॥ এছুয়ের মধ্যে তব যেই ইচ্ছা হয়। অনুমতি কর তাহা করিব নিশ্চয় । শকু। মহারাজ ! আপনি অতি মান্য ; এ দুঃখিনীকে অ পরাধিনী করেন কেন । - ( ইহা কহিয়৷ তদৰস্থায় প্রস্থান করিতে উদ্যম করিলেন । ) রাজা । সুন্দরি ? দিবসের উত্তাপ এখনও নির্বাণ হয় নাই, আর তোমার শরীরেরো এই অবস্থা , শতদল বিরচিত স্তন আবরণ । বিশেষতঃ ত্যাগ করি কুহুম শয়ন ॥ প্রচণ্ড মার্ত্তও তাপে হইয়ে তাপিত । কেমনে যাইতে চাহ একি বিপরীত ৷ ( ইহা বলিয়া হস্তে ধরিয়া নিবারণ করিলেন । ) শকু। ছাড়িয়া দিন ছাড়িয়া দিন, আমি আপনার অধীন নই, আমার কেবল সর্থী মাত্র শরণ, তাহারা চলিয়া গেল, আমি কি ৰূপে থাকিতে পারি।