পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক । ७१ রাজা। আইস, তবে এই শিলাতলে উপবেশন করি । ( শকুন্তলার হস্ত গ্রহণ করিয়া ) আহে । কি আশ্চর্য্য স্পর্শ । হরকোপহুতাশন অতি ভয়ঙ্কর। ভস্ম হয় ষাহে কামৰূপ তরুবর ॥ দেবতার তাহাতে কি সুধা বৃষ্টি করি । অঙ্কুরিত করলেন পুনঃ কাম আরি ? ॥ শকু ( স্পর্শ মুখ অনুভব করিয়া) আর্য্যপুত্র ! শীঘ্র করিয়া পরাইয়া দাও । রাজা । ( হর্ষান্বিত হইয়া মনে২ কহিতে লাগিলেন ) স্ত্রীলোকের স্বামীকেই “আর্য্যপুত্র , শব্দে সম্ভাষণ করিয়া থাকে ; বুঝি আমার মনোরথ সম্পন্ন হইল । ( প্রকাশ পূর্বক ) সুন্দরি । মৃণালবলয়ের সন্ধি সমিষ্ট হইতেছে না, যদি তোমার অভিমত হয়, অন্য প্রকারে সঙঘটন করিয়া পরাই। শকু। ( ঈষৎ হাস্ত করিয়া) তোমার যেমন অভিরুচি তাহাই কর । রাজা । ( ছলে বিলম্ব করিয়া ) সুন্দরি ! দেখ২ । নব চন্দ্রকলা বুঝি ত্যজিয়ে আকাশ। তোমার এ করে আসি হয়েছে প্রকাশ || শ্যামলতা ৰূপে তাহা করি আরোহণ । দেখ তার দুই মুখ মিলেছে কেমন ॥ শকু দেখিব কি, পবনে কম্পিত কর্ণোৎপলের রেণু আমার চক্ষে পড়িয়া দৃষ্টি রোধ করিয়াছে।