পাতা:অভিমানিনী.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ Σ Σ 桑 গ্রীষ্মকাল। নৈশ শীতল সমীর প্রবাহিত হইয়া তষ্ঠার উৎকণ্ঠ ও চিন্তাতপ্ত বদনে সাস্ত্রনার সুকোমল কর বুলাইয়া দ'ল ; তখন চাদ উঠিয়াছে। চন্দ্রকরে জাহ্নবী সলিল ঝকমক করিতে করিতে বহিয়া যাইতেছে। সমগ্র প্রকৃতি সেই চন্দ্র করে উজ্জ্বল। কিন্তু মাধুরীর হৃদয় সে দৃশ্যে ভূলিল না। উদাসনয়নে লক্ষ্যঙ্গীনভাবে সে গঙ্গার দিকে চাঙ্গিয়া দাড়াইয়া রহিল। তাহার মন বলিতেছিল আজ নিশ্চয় তাহার স্বামীর কোনও বিপদ ঘটিয়াছে। সকালবেলা তুলসীর নিদ্রাভঙ্গ হইল! মাধুরীকে দেখিয়া বলিল, “একি দিদিঠাকরুণ! তুমি কি সমস্ত রাত্রি ঘুমো ও নি নি:কি ? মুখ চােক যে শুকিয়ে গেছে। ছি! একটুতে অত ভাবতে আছে ? আমি বঁড়িয্যে মশায়ের কাছে মাকে এখনই পাঠিয়ে দিচ্ছি। তুমি নেয়ে নাও } DBBDDBD BB BDS SDuD BDBS gDDBBD BD DS DBB DBDD ५८श्न *फुप्तन ।” মাধুরী কোনও উত্তর দিল না। কি এক অজ্ঞাত অংশঙ্কায় তাহার হৃদয় পূর্ণ হইয়া গিয়াছিল। কোনও কাজে আর তাহার ৪ ত উঠিতেছিল না। তুলসী চলিয়া গেলে সে ঘরের ভিতর গিয়া বিছানায়ু মুখ লুকাইয়া ফোপাইয়া ফোপাইয়া কঁাদিতে লাগিল ।