পাতা:আইন ১৮২৮.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেওয়ানী আইনের খোলাস।। ৩ আইন। ং ধা। যে জিলা ও শহয়ে যে দেওয়ানী আদালত স্থাপিত হইবে তাহ যে নামে খ্যাত হইবে । ৩ধা ৷ একং আদালতের ভার একং জজসাহেবের প্রতি হইবে সেইং জজসাহেৰ ঐযুত গবর্নর জেনরল বাহাদুরের হজুর কোন্সেলে অথবা তৎকর্তৃক আজ্ঞপ্ত কোন ব্যক্তির সাক্ষাৎ, সুকৃতি করবেন। ৪ ধা। প্রত্যেক জিলার ও শহরের আদালতের এলাকা । ৫ ধা ৷ সপ্তাহের মধ্যে তিন দিন ও আবশ্যক হইলে ততোধিক দিন আদালতে । জজসাহেবদিগের বৈঠক হইবে। জজসাহেবেরা ক্রমে তিন দিন আদালতে বসি তে না পারিলে তাহার হেতুসম্বাদ সদরদেওয়ানী আদালতে দিবেন। আদালতের দিবস দরবারের সময়ছাড়া সময়ান্তরে কোন হুকুম বা বিধি বা রোয়দাদ বা ডিক্রী দিবেন না | ৬ ধা৷ সকল আদালতে একং মোহর থাকিলেক । সে মোহরের প্রস্তার ৷ সে মোহরে যাহা অঙ্কিত হইবে । মোহর জজসাহেবের জিম্মাতেই থাকিবেক। ৭ ধা। ঐযুত ইঙ্গরেজ বাদশাহের প্রজা সাহেবলোকছাড়া সমস্ত লোক জিলাও শহরের দেওয়ানী আদালতের তাবে হইবেক । ৮ ধা। যে আদালতে মোকদম উপস্থিত হয় সে আদালতের এলাকায় যদি সে কেদমার কারণ উৎপন্ন হইয়া থাকে অথবা আসামী সে আদালতের এলাকাবাসী হয় তবে সে সকল দেওয়ানী মোকদমা " দেওয়ানী আদালতে গুহ্য হইবে ১ধ। বর্জনীয় কথাব্যতিরেকে ঐযুত ইঙ্গরেজ বাদশাহের প্রক কোন সাহেব এতদ্দেশাদির নিবাপি লোক অথবা সপ্তম ধারায় লিখিত অন্যং ব্যক্তির সে সাহে বের নামে সিন্ধা ৫০০ পাঁচ শত টাকার অনুষ্ঠু এমত দেওয়ানী কোন মোকদমায় না লিশ করণমতে সেই সাহেব দেওয়ানী আদালতে তাহার জবাব দিবার অর্থে ১৭১৩ সালের ২৮ আইনের নিয়মানুসারে মুচলক লিথিয়া দেওলব্যতিরেকে কলিকাতার বাহির দশ মৈলের অধিক सम्दु गिरन। [1] ృషిని জজসাহেবেরদের সূ কৃতি। আদালতের এলাকা । আদালতের দিন ! আদালতের মোহর। যেং মোকদম গ্রাহ্য। ווז5 סכון שeשכI ২ এবণ ও ধারাদ্ধা র। শুধর।] ব্রিটিস বাদশাহের প্র জা । -