পাতা:আকাশ-প্রদীপ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
আকাশ-প্রদীপ

এই যারে মায়ারথে পুরুষের চিত্ত ডেকে আনে
সে কি নিজে সত্য করে জানে
সত্য মিথ্যা আপনার,
কোথা হতে আসে মন্ত্র এই সাধনার।
রক্তস্রোত-আন্দোলনে জেগে
ধ্বনি উচ্ছ্বসিয়া উঠে অর্থহীন বেগে;
প্রচ্ছন্ন নিকুঞ্জ হতে অকস্মাৎ ঝঞ্ঝায় আহত
ছিন্ন মঞ্জরীর মতো
নাম এল ঘূর্ণিবায়ে ঘুরি’ ঘুরি’
চাঁপার গন্ধের সাথে অন্তরেতে ছড়াল মাধুরী॥

চৈত্র পূর্ণিমা

১৩৪৫


“ঢাকিরা ঢাক বাজায় খালে বিলে”

পাকুড়তলীর মাঠে
বামুনমারা দিঘির ঘাটে
আদি-বিশ্ব ঠাকুরমায়ের আস্মানি এক চেলা
ঠিক দুক্ষুর বেলা
বেগ্‌নি সোনা দিক্-আঙিনার কোণে
বসে বসে ভুঁই-জোড়া এক চাটাই বোনে,

৫৪