পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র ১ম-শিক্ষণ, ২য়-শিক্ষা, ৩য়-শিক্ষা। শিক্ষা ভিন্ন পশুত্বে ও মনুষ্যত্বে কোন প্রভেদ নেই। আমি করজোড়ে প্রার্থনা করি আপনার প্রতিজ্ঞা করুন-শিক্ষা বিস্তারের জন্য প্রাণপণ করবেন । আপনাদের আয়ের অন্ততঃ একদশমাংশ স্বজাতির শিক্ষার জন্য ব্যয় করুন। যেমন কালীপূজার বারোয়ারীর জন্য এক পয়সা করে রাখা হয়, তেমনি ক’রে আপনারা যে ধান পান তার যদি দশমাংশ এমন কি শতাংশও আপনাদের উন্নতির জন্য রেখে দেন, আপনাদের উন্নতি আটকে রাখে কে ? আপনার নিজেরাই নিজেদের উন্নতি আটকে রেখেছেন। শিক্ষার বিস্তার করুন। উন্নতি ধ্রুব নিশ্চয় ।” नभांड नश्यद्धि গত ১৯১৭ অব্দে আচার্য্য প্রফুল্লচন্দ্র ভারতীয় সামাজিক সম্মিলনের সভাপতিরূপে বৃত হন। তঁর অভিভাষণে তিনি হিন্দু সমাজের যে সব সামাজিক ব্যাধি আছে, তার উল্লেখ করেন ও হিন্দুসমাজের নেতাদের সেই সব ব্যাধি দূর করবার জন্য আহবান করেন। যাতে স্ত্রীশিক্ষা, বিধবা বিবাহের প্রচলন হয় ও অস্পৃশ্যতা দূর হয় সেই জন্য তিনি খুব চেষ্টা করেন। পণ্য-প্রথার বিরুদ্ধে তিনি বলেন brዓ