পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ-সংস্কার সমস্যা ذلا لا এমন কি খৃষ্টীয়-দ্বাদশ শতাব্দীতেও আমরা জাতিচু্যতদের ভীষণ আর্ত্তনাদ শুনতে পাই । সম্প্রতি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ শূন্য পুরাণ’ বা ‘ধর্ম্মপুরাণ’ নামে একটি প্রাচীন কাব্যগ্রন্থ আবিষ্কৃত হইয়াছে; তাহাতে বাংলায় বৌদ্ধ ধর্ম্ম যখন একটু একটু করিয়া হিন্দুধর্ম্মের সহিত মিশিয়া যাইতেছিল, সেই সময়কার অবস্থা বেশ জানিতে পারা যায়। এখানে তাহার একটি জায়গা'উদ্ধৃত না করিয়া থাকিতে পারিলাম না— দক্ষিন্ত মাগিতে যাএ জার ঘরে নাঞিপাএ সাপ দিয়া পুড়াএ ভূবন ।

  • * 皋 洲 ধর্ম্ম হইল যবনরূপী মধু অত কাল টুপী হাতে সোভে তিরুচ কামান । চাপিয়া উত্তম হয় । ত্রিভূবনে লাগে ভয়

খোদাঅ বলিয়া একনাম | নিরঞ্জন নিরাকার, হৈল্য ভেস্ত অবতার, মুখেতে বলেত দম্বদার । যত্তেক দেবতাগণ সভে হয়}। একমন, আনন্দেতে পরিল ইজার । ব্রহ্ম হৈল মহামদ, বিষ্ণু তুৈল্য পেকার, আদম্ফ হৈল্যা শূলপানি। গনেশ হৈল্যা গাজী কাত্তিক হইল্যা কাজী ফকির হইল্যা মহামুনি । তেজিআ আপন ভেক, নারদ হৈল্য। সেখ পুরন্দর হইল মৌলানা।