পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫৮ আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী প্রসারণ করে টেনে নেওয়া । উচ্চশ্রেণী সুবিধা পেয়েছেন - তাদের সুবিধা আছে—তাদের উচিত নিম্নকে টেনে আনা ও সুবিধার ও সুযোগের ভুক্তভোগী করা । - আর এক কথা । আপনাদের উন্নতির পথ পরিষ্কার হয়ে এসেছে । Reform scheme নৃতন রাষ্ট্রব্যবস্থায় আপনারা ভোটদাতা হবেন । অনেকে ভোট নিতে আপনাদের দ্বারে উপস্থিত হবেন । আপনার র্তাদের প্রতিজ্ঞ করিয়ে নেবেন তারা আপনাদের জন্য কি করবেন। যিনি আপনাদের মঙ্গল করবেন—তাকে ভোট দেবেন। তার আপনাদের শিক্ষা, রাস্তাঘাট, সর্ব্ববিষয়ে উন্নতি করবেন, এমন অঙ্গীকার করিয়ে নেবেন । উদ্ধারের পথ আপনাদের নিজেদের হাতে । আপনার উন্নতির পথে অগ্রসর হোন। আপনারা কায়স্থ ব্রাহ্মণের সমান শিক্ষিত হোন। আপনাদের বলেই আমরা বলীয়ান। আজ ভাই ভাই ব'লে সকলকে আলিঙ্গন করতে হবে । জয়চাদ থেকে আরম্ভ ক’রে ৮০০ বৎসর কেবল গৃহবিবাদে কেটেছে । আর বিবাদের দিন নেই । ‘সবাই জাগ্রত মানের গৌরবে ।’ কে বড়, কে ছোট ঈশ্বরের রাজ্যে ? যে আপনাকে বড় মনে করে সে বড় ; যে ছোট asa & G Cots olfo on—you cannot make a slave of Washington satfotjato win oth offs, coststra নেই। যাতে শক্তি, জাগে তার উপায় করুন। তার উপায় শিক্ষা । আপনার লক্ষ লক্ষ টাকা তুলতে পারেন। বরং আমাদের দুর্দশ বেশী । আপনার শতাংশের একাংশ চেষ্টা করলেও অনেক বেশী কাজ করতে oittg= | fHt India as a nation Rosti Bengalee as a nation ভাবতে চান তারা কাউকে বাদ দিয়ে পারেন না। তারা কি দু’চার জনে জাতি গঠন করতে পারেন? যদি নৌকার এক জায়গায় একটু