পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه براد কেমিক্যাল ওয়ার্কসের জন্ম হয় এবং অল্পদিন পূর্ব্ব পর্য্যস্ত এই বাটতেই ইহার প্রধান আফিস ছিল। বেঙ্গল কেমিক্যালের জন্য অনেক পরীক্ষা এই সময় প্রেসিডেন্সি কলেজের লেবরেটরীতে ) श्ऊ । e ১৮৯৫ সাল প্রফুল্লচন্দ্রের জীবনের প্রধান স্মরণীয় বৎসর। এই বৎসর তাহার $TÆRoffF FF "TH? Mercurous Nitrite আবিষ্কৃত হয়। ইহাই হার সর্বপ্রধান ও সর্ব্বপ্রথম আবিষ্কার। এই বৎসরই off-FERR z gē #f7f7 RHoiffs (Sulphusic Açid Plant ) সংস্থাপিত হইয় প্রকৃত প্রস্তাবে বেঙ্গল কেমিক্যাল *ৰ্কসের কার্য্যারম্ভ হয়। আবার এই বৎসরই তাহার স্নেহময় পিতার মৃত্যু झ्झेंज । এইরূপ পরস্পর-বিরোধী হাসিকান্ন, সুখদুঃখ, হৰ্ষ ও বিষাদের, সঙ্ঘাতে তাহার প্রকৃতি এক অনির্ব্বচনীয় ভাবে বিভোর ইয়া পড়ে। ১৯০২ খৃঃ অন্ধে তাহার হিন্দু-রসায়নীবিদ্যার ইতিহাসের প্রথম ভাগ প্রকাশিত হয়। প্রাচীন ভারতে রসায়নীবিদ্যার কিরূপ উন্নতি । হইয়াছিল, তাহ প্রমাণ করিবার জন্যই তিনি বহু পরিশ্রমে এই ইতিহাস প্রণয়ন করেন। ১৯০৫ খৃঃ অব্দে ইহার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হইল। ১৯০৭ সালে উক্ত গ্রন্থের দ্বিতী ভাগ প্রচারিত হইয়াছে। প্রেসিডেন্সি কলেজের রাসায়নিক যন্ত্রাগারের উন্নতিসাধন করিবার ও রামায়নিকগণের সংস্পর্শে আসিবার অভিপ্রায়ে বাঙ্গাল সরকার প্রফুল্লচন্দ্রকে ১৯৮৪ খৃঃ অন্ধে যুরোপের প্রধান প্রধান যন্ত্রাগার পরিদর্শন । করিবার জন্য প্রেরণ করেন - ইংলণ্ড, ফ্রান্স ও জার্ম্মণীর প্রধান প্রধান বস্থাগার দেখিয়া তিনি যে অভিজ্ঞতা লাভ করেন, তাহার ফলে ১৯১২ সাল হইতে প্লেসিডেন্সি কলেজের রাসায়নিক যন্ত্রাগারের বহু উন্নতি সাধিত হইয়াছে।