পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৩৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

డ マラてミラー ベー マラtーtマ প্রাঙ্কশিচত্ত * আজ যে প্রসঙ্গের অবতারণা করিতেছি, সে সম্বন্ধে ক্রমান্বয়ে দশ বার দিন নানাদিক হইতে বলিলে ও তাহার সম্যক্ আলোচনা শেষ হয় না । জাতিভেদ রূপ মহাপাপ ভারতবর্ষকে অধঃপতনের পথে কিরূপে চালিত করিয়াছে তাহার আলোচনা নানাদিক্ হইতে করা যাইতে পারে । আমি এস্থলে তাহার মাত্র দুই একটি দিক সম্বন্ধে কিছু বলিব । সম্প্রতি ভারতবর্ষে অনু্যন ৫০ হাজার মাইল ( প্রায় পৃথিবীর পরিধির দ্বিগুণ ) আমাকে পরিভ্রমণ করিতে হইয়াছে, নানা শিক্ষাপ্রতিষ্ঠান-সংক্রান্ত অনেক কার্য্যে—দেশের সামাজিক ও অর্থনৈতিক অনেক প্রকার অনুষ্ঠানে—যাইয়। অনেক শ্রেণীর লোকের সঙ্গে মিশিতে হইয়াছে । তাহার ফলে যেটুকু অভিজ্ঞত হইয়াছে তাহাতে বুঝিয়াছি যে জাতিভেদ দেশের যে কি সর্ব্বনাশ করিয়াছে তাহ বলিয়। শেষ করা যায় না | مہ আর্য্যের যখন এদেশে আসিয়ছিলেন সেই বেদের যুগে জাতিভেদের অস্তিত্বও এদেশে ছিল না । জাতিভেদের কথা সংস্কৃতে নাই । ইহf Caste system-এর বাঙলা তর্জমা । সংস্কৃত সাহিত্যে ‘বর্ণভেদ, বর্ণসঙ্কর প্রভৃতি কথা আছে বটে। আদিশূরের সময়ে বেদবিহিত ক্রিয়াকলাপ লোপ হওয়ায়, তিনি কান্তকুজ হইতে পাচজন ব্রাহ্মণকে

  • ভবানীপুর ব্রাহ্ম সমাজে প্রদত্ত বক্তৃতার সারাংশ। শ্রীমান জ্ঞানেত্রনাথ রায়, পি এইচ ডি ও প্রফুল্ল কুমার বক্স, এম এস সি কর্তৃক অনুদিত । •